বদরুল আলম, নিউজফ্রন্ট:
অবশেষে কোতুলপুর থানার মির্জাপুর হাই স্কুলের শৌচাগারে ভুতের আতঙ্কের রহস্যের উদঘাটন হল। মাস কয়েক আগে এই স্কুলেরই দ্বাদশ শ্রেণীর এক ছাত্র আত্মঘাতী হয়। তারপর ই গ্রামে রটে য়ায় ওই ছাত্র স্কুল কে খুব ভাল বাসত। তাই তার আাত্মা স্কুলেই রয়ে গেছে।
এর পর পরই এক ছাত্রী অসুস্থ হলে তাকে ওঝার কাছে নিয়ে গেলে সেও বলে ওই ছাত্রের আত্মা ভর করায় ছাত্রী টি অসুস্থ হয়েছে। এই কথা স্কুলে রটে গেলে অসুস্থ হওয়ার ঘটনা বাড়তে থাকে। আতঙ্ক ছড়ায় নুতন করে।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে এই গুজব ছড়ানোর মূল কারিগর ওই ওঝা দম্পতি ।
পুলিশ প্ররোচন ও গুজব ছড়ানোর দায়ে গ্রেপ্তার করে ওই ওঝা দম্পতি কে। ধৃত দম্পতির নাম:শীতল বাগ ও শিখা বাগ।কোতুলপুর থাানার বাসুদেবপুরে বাড়ী এই ওঝা দম্পতির।আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে এই দুজন কে তোলা হলে সাত দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে স্কুলে ভুতের আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দফায় দফায় দু- দিনে ২০ জন ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। সোমবার আতঙ্ক কাটাতে যুক্তিবাদী সমিতি স্কুলে সচেতনতা শিবিরের ও আয়োজন করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584