অর্ধেন্দু বিশ্বাস,মুর্শিদাবাদঃ
ট্রেন থামলো সারগাছি স্টেশনে।বেলা ৯টা৪৬ হুড়মুড় করে নামতে ব্যস্ত সবাই।ট্রেনের চালক কেবল ট্রেন ছাড়বে।হঠাৎ একটি শিশু ডাকছে,” কাকু,ও কাকু ,একটু থামবেন?” তিনি তো অবাক!কী হলো বাচ্চাটি ছুটছে কেন?হাতে একটি চারাগাছ।কাছে এসে বলল,” কাকু,এটি আপনার জন্য।”কেউ যে তাকে সাত সকালে চারা গাছ উপহার দেবে, এটা তিনি ভাবতেই পারেনি।চারাগাছটি দিয়েই তাদের শিক্ষক ও সহপাঠীদের সাথে ছেলেটি ট্রেনে চড়ে পড়লো।ভাবছেন এটা গল্প বলছি না,এটা ঘটেছে বাস্তবের পৃথিবীতেই।আসলে সারগাছি চক্রের অন্তর্গত নওদা বিভূতি ভূষণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের শিশুদের নিয়ে মুর্শিদাবাদে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিল।তাদের লক্ষ্য ছিল সমস্ত ঐতিহাসিক স্থানগুলো দর্শন করা ও সেই সাথে যাদের তারা সাহায্য নেবে,তাদের একটি করে চারাগাছ উপহার দেওয়া।এ বিষয়ে তারা অনুপ্রেরণা পায় ‘মিশন গ্রিন ইউনিভার্স’ নামে একটি পরিবেশবাদী সংগঠনের,যাদের লক্ষ্য এক কোটি বৃক্ষরোপণ। এই লক্ষ্যকে সফল করতে শিশুরাও অংশগ্রহন করছে এবং তারা ভ্রমণের পাশাপাশি পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করছে।টুকটুকওয়ালা,হোটেলমালিক,পুলিশ সকলকেই চারাগাছ উপহার দেয় ছোট ছোট শিশুরা।এ বিষয়ে কাটরা মসজিদের একজন গাইড সঞ্জয় তরফদার জিঞ্জাসা করলে তিনি বলেন,” এটা একটি অভিনব উদ্যোগ।খুব ভালো লাগলো।”কাটরা মসজিদের পাশেই তার বাড়িতে তখনই তিনি চারাগাছটি রোপণ করেন।চতুর্থ শ্রেণীর ছাত্র জয়ন্ত বিশ্বাস, বিশ্বাসকে তারা গাছ কেন বিলি করছে জিঞ্জাসা করলে সে বলে,”গাছ কাটার ফলে পরিবেশ দূষণ হচ্ছে তাই একটি গাছ আমরা আপনাকে দিচ্ছি আপনি নিজে একটি গাছ অপরকে লাগাতে উৎসাহ দিন।
আরও পড়ুন: জীবনের জন্য শিবিরে পাশাপাশি শুয়ে পুলিশ-প্রাক্তন মাও সদস্যের রক্তদান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584