মনিরুল হক,কোচবিহারঃ
সিবিএসই-এর দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর পেয়ে দেশের মধ্যে ৫ম হলেন কোচবিহারের বাসিন্দা দিৎসা ঘোষ।দিৎসার নজরকাড়া ফলে খুশি কোচবিহারের শিক্ষানুরাগী মানুষ।
বৃহস্পতিবার ফল ঘোষণার পরেই জানা যায় দিৎসা মোট ৫০০ নম্বরের পরীক্ষায় ৪৯৫ পেয়েছেন।মেধা তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন তিনি।রাজস্থানের জয়পুরের কাছে লক্ষণগড় মোদী স্কুল থেকে পরীক্ষায় বসেছিলেন দিৎসা।
কোচবিহারের সেন্ট মেরিজ স্কুল থেকে আইসিএসই বোর্ডের দশম শ্রেনি পরীক্ষায় ৯১ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি।তারপরেই রাজস্তানের লক্ষণগড়ের বোর্ডিং স্কুলে ভর্তি হয় সে।সেখান থেকে টানা দুবছর পড়াশোনা করে।
এ দিন কোচবিহারের নতুন বাজারের বাড়িতে বসেই প্রথম ওই সাফল্যের খবর পায় দিৎসা। এরপরেই উৎসবের চেহারা নেয় গোটা বাড়ী। ভবিষ্যতে ইন্ডীয়ান ফরেন সার্ভিসে চাকরি করার স্বপ্ন রয়েছে দিৎসার।দিৎসার ইচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে পড়াশোনা করার।দিৎসা জানান, ‘দিল্লিতে লেডি শ্রীরাম কলেজে রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে পড়তে চাই।ওই কলেজে ঘুরে এসেছি।খুব ভাল লেগেছে।আশা করছি সুয়োগ পেয়ে যাব।’
আরও পড়ুনঃ রিভিউ রেজাল্ট ঘিরে অনিশ্চয়তা,বিক্ষোভ
স্নাতক হওয়ার পর ওই বিষয়ে এমএ পাশ করে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গবেষণা করতে চান তিনি।দিৎসার মা সুমিতা ঘোষ বলেন, ‘মেয়ের সাফল্যে আমি দারুণ আনন্দীত গর্বিত।’
বাবা দিলিপ ঘোষ পেশায় ঠিকাদার।তিনি কাজের সুত্রে কলকাতায় আছেন।দিৎসা জানান, বাবার সঙ্গে রেজাল্টের পর কথা হয়েছে।ফোনেই আনন্দে কেঁদে ফেলেন তিনি।জেলার শিক্ষানুরাগী মহলে অনেকেই দিৎসাকে অভিনন্দন জানিয়েছেন।কোচবিহারের জেলা শাসক কৌশিক সাহা বলেন, ‘ঘরের মেয়ের ওই সাফল্য দারুণ প্রাপ্তি। ওকে উৎসাহিত করতে সংবর্ধনা দেওয়া হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584