‘দিদিকে বলো’-তে জানিয়ে ভর্তির সুযোগ শালবনীর হবু কন্যাশ্রীদের

0
38

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের ‘কন্যাশ্রী’ আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে বাংলা-সহ সারা ভারতের মহিলাদের স্কুলমুখী করে বাল্য বিবাহ বন্ধের জন্য একটি অসামান্য মাইলফলক প্রকল্প।

school | newsfront.co
নিজস্ব চিত্র

শালবনী নীচু মঞ্জরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসবী ভাওয়াল মন্ডলকূপী, তিলাখুলা ও টুরাপাড়া থেকে নয়-দশ জন ছাত্রীকে ভর্তি নিচ্ছেন না বলে খবর পান মেদিনীপুর সদর মহকুমার তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির কনভেনার তন্ময় সিংহ।

Tanmay Singh | newsfront.co
তন্ময় সিংহ, আহ্বায়ক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। নিজস্ব চিত্র

তিনি বিষয়টি নিয়ে স্থানীয় অবর বিদ্যালয় পরিদর্শক চন্দন খুটিয়াকে জানালে, তিনি জানান তাঁর চেষ্টায় ও জেলা স্তরের আধিকারিকের চেষ্টায় একজন ভর্তি হয়েছে, কিন্তু ওই প্রধান শিক্ষিকা অনড় বাকি ছাত্রীদের নবম শ্রেনীতে তার বিদ্যালয়ে ভর্তি না নিতে।

Jayanti Pal | newsfront.co
জয়ন্তী পাল, ভর্তির সুযোগ পাওয়া পড়ুয়া। নিজস্ব চিত্র

স্থানীয় স্তরে এলাকার বিশিষ্টজন নারায়ন সিংহ সহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সরকারি কর্মীও এই ভর্তির বিষয়টি নিয়ে চেষ্টা করেন ও উচ্চস্তরে বিষয়টি লিখিত জানান। তন্ময় সিংহ স্থানীয় স্তরে মন্ডলকূপী জুনিয়র উচ্চ বিদ্যালয়ে গিয়ে এই ছাত্রীদের ডিটেলস সংগ্রহ করে, বিভিন্ন জনকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন।

আরও পড়ুনঃ বাল্য বিবাহ রোধে বাংলা ভ্রমণে পুরুলিয়ার অক্ষয়

শেষপর্যন্ত কোনো কাজ না হওয়ায় তন্ময় বাবু ‘মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে’ ও ‘দিদিকে বলো’ তে বিষয়টি জানান।সরকারি নির্দেশ আসে সঙ্গে সঙ্গেই, এই বিষয়টি বুধবার প্রকাশ্যে আসতেই তন্ময় বাবু ছাত্রীদের সাথে যোগাযোগ করেন ও সকলকেই বৃহস্পতিবার ও শুক্রবার বিদ্যালয়ে গিয়ে যোগাযোগ করে শনিবার অবশ্যই নবম শ্রেনীতে ভর্তি করার অনুরোধ জানান।

তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির মহকুমা কনভেনার তন্ময় সিংহ বলেন, ‘স্থানীয় স্তরে এই বাচ্চাগুলোর সাথে কথা বলে তারা মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রী থেকে বঞ্চিত হচ্ছে দেখে ও কয়েকজন বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ায় তিনি বিষয়টি তুলে ধরেন এবং সকলকে নবম শ্রেনীতে ভর্তির এই সুযোগ তৈরী করে দেওয়ার জন্য তিনি বিশেষ ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেল, দিদিকে বলো টীম,সদর উত্তরের অবর বিদ্যালয় পরিদর্শক চন্দন খুটিয়া,নারায়ন সিংহ সহ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ ও সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্রকে।’

অনেক লড়াইয়ের পর ভর্তির সুযোগ পেয়ে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রী জয়া কপাট ও তার মা কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাদের এতদিনকার কষ্টের কথা তুলে ধরেন তাদের বক্তব্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here