সালারে হজযাত্রীদের সংবর্ধনা

0
39

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

সালার স্টেশন মারকাস মসজিদে হজ  যাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় বুধবার বিকেলে। সালার স্টেশন  মারকাজ মসজিদের এই দিনের  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বহরমপুর তৃণমূল জেলা যুব সভাপতি আনোয়ারুল ইসলাম আলীর এছাড়া ও সালার  মারকাজ মসজিদের ইমাম মামুন হাওলাদার ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।এই উপলক্ষে সকলের জন্য দোয়ায় মজলিস এর আয়োজন করা হয়।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জলঙ্গীর ফরিদপুরে সিপিআইএম ও কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান

হজ মুসলিম ধর্মের মূল পাঁচটি স্তম্ভের অন্যতম শারীরিক ও আর্থিক দিক দিয়ে সক্ষম ব্যক্তিদের হজ করা বাধ্যতামূলক । ইসলামিক ক্যালেন্ডার এর শেষ মাস অর্থাৎ  জিলহজ মাসের ৮ থেকে ১২তারিখ পর্যন্ত হজ উদযাপন করা হয় । তাই প্রত্যেক বৎসর হজের উদ্দেশ্যে  ধর্মপ্রাণ মুসলিমরা মক্কা শহরে উপস্থিত হন ।এবছর ভরতপুর দু’নম্বর ব্লক থেকে সম্ভাব্য মোট নয়জন  হজ করার উদ্দেশ্যে যাত্রা করবেন এর মধ্যে ছয় জন পুরুষ ও তিনজন মহিলা । গত দু’বছর করোনা মহামারীর  জন্য অনেকে হজ করতে যেতে পারেননি । কিন্তু এ বছর সেই সেই ধরণের কোনো বিধি-নিষেধ নেই । এই হজযাত্রীরা দুই-একদিনের মধ্যেই হজের উদ্দেশ্যে  সৌদি আরব রওনা হবেন ।সেই উপলক্ষে আজকে এই মজলিসে আয়োজন করা হয়েছিল । এদিনের মজলিসের উপস্থিত ব্যক্তিরা সকলেই হজযাত্রীদের বিশ্বশান্তি জন্য দোয়া করার জন্য হজযাত্রীদের অনুরোধ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here