নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমাদের ভারতবর্ষ। দেশের জাতীয় নির্বাচন কমিশন ১৮ বছর বয়সী ও তার উর্ধ্বে দেশের সমস্ত শ্রেনীর নাগরিকবৃন্দ যাতে দেশের গনতন্ত্রকে সচল রাখতে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে তার জন্য ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারির ২৫ তারিখ জাতীয় ভোটার দিবস হিসেবে হিসাবে পালন করে।
আরও পড়ুন: গম ভাঙার মেশিনে চাদর জড়িয়ে মৃত্যু
সেই উপলক্ষেই আজ দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানের মাধ্যমে নবম জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে । তারই অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলা নির্বাচন দপ্তরের উদ্যোগে এক শোভাযাত্রারও আয়োজন করা হয়। অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা, দপ্তরের আধিকারিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাধারণ জনগণ। শোভাযাত্রার শেষে জেলা কালেক্টরেট অফিসের সভাকক্ষে একটি ছোট অনুষ্ঠানও হয়। এবছর যারা নবীন ভোটার হয়েছে তাদের কয়েকজনকে এপিক কার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পি মোহন গান্ধী, মহকুমা শাসক দীননারায়ন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584