পূবালী:
ঈশ্বরের কাছে তার একটাই চাওয়া ছিল
প্রতিটি বর্ণমালার জঠরে আবদ্ধ তার আকুল প্রার্থনা—-
কাঁঠালি চাঁপার মত এক চিলতে রোদ
আর ছাতিমের গন্ধমাখা এক ছটাক ভালোবাসা–
যেন ফিরে আসে
জয়ন্তী পাহাড়ের চরাই উৎরাই পেরিয়ে
শূন্য গিরিখাতের হৃদয় গভীর থেকে
প্রানের পিরামিড হয়ে।
প্রতিটি ধ্বনি তার গোপন প্রকোষ্ঠে লালিত হত!
তার তালি দেওয়া জামার প্রতিটি সূতোয়,
তার অনুচ্চ পাহাড়শ্রেণীর গভীরে
প্রতি রাতে মনসামঙ্গলের চাঁদ উঠত।
বৃষ্টি পড়ত ঝম ঝম করে।
হটাৎই প্রতিবেশীর কুয়োয় খসে পড়ল চাঁদ।
দ্বিভাষিক ভাস্কর্যে ডুবে গেল চাঁদ
ঈশ্বরের কাছে আবার তার আকুল প্রার্থনা!
পোড়া বটের গোপন ভাস্কর্য থেকে যেন আবার চাঁদ ওঠে।
প্রার্থনা প্রার্থনা প্রার্থনা
দুকুল ছাপিয়ে বান আসে কোপাইয়ের বুকে
ঈশ্বরের বুকে ভাঙন ধরে না।
ঈশ্বর!!! শুধুই পরিহাস মাত্র
তার সমস্ত প্রার্থনা
আকাশে লেখা কবিতার খাতা
পুতুলের বিয়ে বিয়ে খেলা
যাত্রীহীন লাস্ট ট্রেনের সঙ্গে পাড়ি দিয়েছে নিরুদ্দেশ যাত্রায়।
ঈশ্বরের অখন্ড পরিচয় ভেঙে যায়
হাজার হাজার প্রশ্নের আড়ালে লুকিয়ে থাকে
মরুভূমির বার্জাড
অনেক দূরে ক্যাকটাস ইউফোবিয়ার রাতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584