মনিরুল হক, কোচবিহারঃ
বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির ১৯তম রাজ্য সম্মেলন শুরু হল দিনহাটায়।রবিবার দিনহাটা গোধূলি বাজারে উমেশ চন্দ্র মন্ডল ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে ওই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ।এদিন সেখানে উপস্থিত ছিলেন সংসদ পার্থপ্রতিম রায়,অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের সভাপতি কশ্মীরা সিং রাজপুত, আর রামমূর্তি, বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির সভাপতি কালিদাস কর্মকার, লাকবীর সিং প্রমুখ। এদিনের এই সম্মেলনে বক্তারা রাজ্য ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি স্বর্ণ শিল্পীদের নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। আজ থেকে তিনদিন ধরে চলবে এই সম্মেলন।রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২০০-র বেশী প্রতিনিধি অংশ নিয়েছেন বলে সংঠনের তরফ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: মাথাভাঙ্গা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে মহাজোটের জয়
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584