মনিরুল হক, কোচবিহারঃতিনদিন ব্যাপী বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে দিনহাটায়। আগামী ১৯শে আগস্ট দিনহাটা শহরের গোধুলি বাজারের উমেশচন্দ্র মন্ডল ভবনে তিনদিন ব্যাপী এই সম্মেলন শুরু হতে চলেছে।তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।তিনি ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ, বিধায়ক উদয়ন গুহ,কোচবিহারের সাংসদ পার্থ প্রতিম রায়,বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, দিনহাটার মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ,অখিল ভারতীয় স্বর্ণকার সঙ্ঘের সভাপতি কাশ্মীরি সিং রাজপুত,অখিল ভারতীয় স্বর্ণকার সঙ্ঘের সম্পাদক লখবীর সিংসহ আরও অনেকেই।
বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির রাজ্য সম্মেলন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক নিখিল রায় জানান, “রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন বলে সম্মেলনকে ঘিরে জোর প্রচারাভিযান শুরু হয়েছে দিনহাটাসহ গোটা জেলা জুড়ে। সংগঠন নেতৃত্ব বলেন তিনদিন ব্যাপী রাজ্য সম্মেলন শুরুর আগের দিন শনিবার সংগঠনের দিনহাটা মহকুমা শাখার ৫ম চতুর্থ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হবে গোধুলি বাজারের উমেশ চন্দ্র মন্ডল ভবনে।”এদিন ওই অনুষ্ঠানে ব্যাপক সারা মিলবে বলে মনে করেন অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584