‘গল্পে মোড়া চুপকথা’-র মুক্তি প্রেক্ষাগৃহেই

0
271

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনার করাল ছায়া গ্রাস করার পর এখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে শহর কলকাতা। তবে সব বাধা কাটিয়ে সিনেমা হল কবে খুলবে তা কারোর জানা নেই।

actress | newsfront.co

এহেন পরিস্থিতিতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি ছবি। এরই মধ্যে নিউ নর্মাল পর্বে একেবারে নতুন ছবি নিয়ে আসছেন পরিচালক সায়ন বসু চৌধুরী।

actor | newsfront.co

‘কিছু না বলা কথা’ এবং ‘মেঘ বৃষ্টির মলাট’এরপর ‘গল্পে মোড়া চুপকথা’ নিয়ে দর্শকের দরবারে হাজির হবেন তিনি। লকডাউনের আগেই শুটিং সেরে ফেলেছিল এই ছবির গোটা টিম। তবে ডাবিং এবং পোস্ট প্রোডাকশনের কাজটা লকডাউনের পরেই শেষ করেছেন সায়ন ও তাঁর টিম।

Actress | newsfront.co

ছ’টি ছোট গল্পের সংমিশ্রণেই তৈরি হয়েছে ‘গল্পে মোড়া চুপকথা’। মূলত ভালোবাসার বিভিন্ন আকার নিয়েই এগিয়ে এই ছবির ছ’টি গল্প। এখন শুধু প্রেক্ষাগৃহ খোলার অপেক্ষা। আর কোনও ওটিটি প্ল্যাটফর্ম নয় এবার শহরের প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে এই ছবি।

Telly actress | newsfront.co

new movie | newsfront.co

ছবিতে অভিনয় করতে দেখা যাবে ইশান মজুমদার, মৌবনী সরকার, বিবৃতি চট্টোপাধ্যায়, অভিষেক সিং, শ্রীতমা দে, সংঘমিত্রা তালুকদার, সায়ন্তন মুখোপাধ্যায়, অশোক রায়, কৃশাণু দাশগুপ্ত, শুভম নন্দী, জিৎ চক্রবর্তী, দৃষ্টি মন্ডল, হুসনে শবনম সহ আরও অনেককে।

আরও পড়ুনঃ ‘সীমান্ত’ বলবে অন্য কথা

tolly actress | newsfront.co

movie | newsfront.co

এই ছবির গল্প, চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্ব একহাতে সামলেছেন সায়ন বসু চৌধুরী। সঙ্গীতের দায়িত্বে ছিলেন অমিত মিত্র এবং অনুপম আইচ। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন শ্রাবণী বসু চৌধুরী এবং অমিত আচার্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here