সুদীপ পাল,বর্ধমানঃ
মাঝেরহাটে সেতু ভেঙেছে।পণ্যবাহী ট্রাক চলাচলের ক্ষেত্রে একগুচ্ছ নয়া নির্দেশিকা দিয়েছে পুলিশ।তার জেরে জাতীয় সড়ক ২ তে গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে।
পরিবহণ দফতর কুড়ি বা তার বেশি চাকার ট্রেলার গোটা রাজ্যেই চালানো যাবে না বলে যে নিষেধাজ্ঞা জারি করেছে তার ফলে কয়েকশো পণ্যবাহী ট্রাক বর্ধমান সংলগ্ন জাতীয় সড়ক ২ তে আটকে রয়েছে।বোঝাই পণ্যের কী হবে, তা নিয়ে চিন্তায় পড়েছেন চালকরা। কিভাবে এই সমস্যার সমাধান হবে তা নিয়ে চিন্তিত সব পক্ষই।শুধু জেলার নয়,সূত্রের খবর পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানা লাগোয়া কুলটির ডুবুরডিহি চেকপোস্টে পণ্যবাহী ট্রাক চলাচলে কড়াকড়ি শুরু করেছে পুলিশ।
দামোদরের বরাকর সেতুতে দাঁড়িয়ে রয়েছে ভারী ট্রাক। ট্রাকচালকরা অবশেষে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডগামী দু’টি লেনই অবরোধ করে তাঁদের বক্তব্য পেশ করেন।আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) অনমিত্র দাস বলেন,কলকাতা ছাড়া লাগোয়া জেলাগুলিতে যাঁরা যাবেন,সেই সব ট্রাক চালকদের কাছ থেকে তালিকা চাওয়া হয়েছে।
আরও পড়ুনঃ আলিপুর দুয়ারে মৃদু ভূকম্পন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584