নদীয়া রানাঘাট এ গোষ্ঠী সংঘর্ষে জখম 5

0
107

শ্যামল রায় নদীয়া:
শুক্রবার নদীয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত হিজুলী রঘুনাথপুর 2 গ্রাম পঞ্চায়েতের অধীন গ্রামে গোষ্ঠী সংঘর্ষে উঠল। দুই গোষ্ঠীর সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন মারাত্মকভাবে জখম হয়েছে। এর মধ্যে কয়েকজনকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে এবং দুজনকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে যে ওই গ্রাম পঞ্চায়েতে হাইমাস লাইট বসানোকে কেন্দ্র করে দুটি গোষ্ঠী সংঘর্ষ হয়।
অভিযোগ উঠেছে যে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য কল্পনা বিশ্বাসের স্বামী প্রথমে হামলা চালায় কল্যাণী মন্ডল এর উপরে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে অশান্তির চরম হাতাহাতি এবং পরে এবং সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষের মোট পাঁচজন মারাত্মকভাবে জখম হয়েছেন।
এই প্রসঙ্গে তৃণমূলের পঞ্চায়েত সমিতির নেতারা মুখ খুলতে চাননি।
তবে রানাঘাট থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব গোষ্ঠী সংঘর্ষের কথা অস্বীকার করেছে। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধরনের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটায় এলাকার সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here