নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
তাঁরা এখন নবদম্পতি। ৯ ডিসেম্বর শুভ কাজ সারলেন রঙ্গবতী এবং মথুর মোহন থুড়ি দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়। দুজনে এই দুই নামেই এই মুহূর্তে অধিক জনপ্রিয়।
বিয়েতে লাল বেনারসি আর লাল ওড়নায় মোহময়ী হয়ে উঠেছিলেন দেবলীনা। গৌরব পরেছিলেন অফ-হোয়াইট বা ঘিয়ে রঙের এম্ব্রয়ডারি করা পাঞ্জাবি ও ধুতি। সঙ্গে ছিল ওই একই রঙের জোড়।
মোদ্দাকথা, ষোলোয়ানা বাঙালি ঢঙে বিয়ে সারল কুমার এবং চ্যাটার্জি পরিবার। তবে হ্যাঁ, মেহেন্দি অনুষ্ঠানটি ছিল বাড়তি সংযোজন, যা বাঙালি বিয়েতে সচরাচর দেখা যায় না।
গায়ে হলুদ অনুষ্ঠানে দেবলীনা পরেছিলেন হলুদ রঙের সিফন শাড়ি। সূত্রের খবর অনুযায়ী ১৫ ডিসেম্বর আইনি বিয়ে সারবেন তাঁরা। সেদিন দেবলীনা থাকবেন ইন্দো-ওয়েস্টার্ন লুকে৷
আরও পড়ুনঃ সবার কাছে ভরসা আজও দু’পয়সার প্রেস, মহুয়া মন্তব্যের প্রতিবাদে সরব টলিউড
মার্চ মাসে হবে রিসেপশন পার্টি। সবকিছুর আগে অগ্নিসাক্ষী রেখে সামাজিক বিয়ে সেরে নিলেন দুজনে।
নবদম্পতির জন্য রইল অনেক শুভেচ্ছা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584