মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
বেশ কয়েকদিন ধরেই বোন টিউমারের সমস্যায় ভুগছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব রায় চৌধুরি। গত জুন মাসে এই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন অভিনেতা। সেইসময়ই চিকিৎসকদের পরামর্শ মতো তাঁর অস্ত্রোপচার করার কথা জানিয়েছিলেন গৌরব। সেই মতোই রবিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা গৌরব। সোমবার অস্ত্রোপচার হল। এখন অনেকটাই ভাল রয়েছেন, ফেসবুকে জানালেন গৌরব।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে গৌরব লেখেন, “এই যুদ্ধে হার নিশ্চিত ছিল…হাতটার অর্ধেকের বেশি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু ডাক্তার ছ’ঘন্টা যুদ্ধ চালিয়ে শেষমেশ জিতিয়ে দিল আমায় আর আমার হাতটাকে….ধন্যবাদটাও বোধহয় কম হয়ে যাবে বলা…থ্যাঙ্ক ইউ ডাক্তার।”
আরও পড়ুনঃ পুত্রসন্তানের জন্ম দিলেন নুসরত, পাশে ছিলেন বন্ধু যশ, দেখা যায়নি প্রিয় বান্ধবী মিমিকে
প্রসঙ্গত, বেশ কয়েকমাস ধরেই বোন টিউমারের সমস্যা দেখা দেয় গৌরবের। কনুইয়ে একটি বোন টিউমার ধরা পড়েছিল এই টেলি অভিনেতার। বায়োপসি করে অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। ১ অগাস্ট ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হয়েছে। তারপর বেশ খানিকটা সময় ছিল গৌরবের কাছে। সেই অবসরেই হাতের বোন টিউমারের অস্ত্রোপচার সেরে ফেললেন ছোটপর্দার তারকা।
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘মানিকে মাগে হিথে’, ফ্যান অমিতাভও, মিলল শিল্পীর খোঁজ
সোমবার শহরের এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হল অভিনেতা গৌরবের। এখন অনেকটাই ভাল রয়েছেন তিনি। তবে চিকিৎসকদের কড়া পরামর্শ মেনে তাঁকে বিশ্রাম নিতে হবে। কিছুটা সেরে উঠলেই আবার শুটিংয়ে যোগ দেবেন বলে জানান গৌরব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584