বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শনিবার শিলিগুড়ি বিধান মার্কেটে অবৈধ নির্মাণ দেখতে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।

এরপর সেখানে দাঁড়িয়েই অবৈধ নির্মাণ গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন এসজেডিএকে।এই ঘটনায় যদি কেউ বাধা দিতে আসলে তাঁকে গ্রেফতার করার নির্দেশ দেন।
এমনকি নিজে দাঁড়িয়ে থেকে সেই অবৈধ নির্মাণ ভেঙে দেবেন বলে জানান।
প্রসঙ্গত,গত মাসে শিলিগুড়ির বিধান মার্কেটে বিধংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় সাতটি।এরপর সেই সব দোকান পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা, আহত ৫
দোকান তৈরি করার কথা ব্যবসায়ীদের বলেন মন্ত্রী। তবে মন্ত্রীর অভিযোগ যে সেখানে সাতটি ছোট দোকান তৈরির কথা ছিল। কিন্তু সরকারি জায়গায় মার্কেট কমিটির মদতে লোহার স্ট্রাকচার করে ২২ টি দ্বিতল দোকান তৈরি করা হয়।সেই দোকান দিয়ে কোটি কোটি টাকার নয়ছয় করছে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584