বন্যা পরিস্থিতি দেখতে আলিপুরদুয়ারে গৌতম

0
67

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

goutam dev | newsfront.co
গৌতম দেব,পর্যটনমন্ত্রী।নিজস্ব চিত্র

রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব রবিবার আলিপুরদুয়ার এসে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি সার্কিট হাউসে জেলা প্রশাসনের সাথে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।

goutam dev visited flood situation of alipurduar | newsfront.co
পরিদর্শন।নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা,বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।পরে গৌতম দেব আলিপুরদুয়ারের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড ঘুরে দেখেন। কালজানি বাঁধ এলাকা ও ঘুরে দেখেন।

আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার পুরসভা

meeting about flood situation of alipurduar | newsfront.co
বৈঠক।নিজস্ব চিত্র

মন্ত্রী গৌতম দেব বলেন,রবিবার এখানে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছি। দুটো এলাকা ঘুরে দেখলাম। জল নেমে। বৃষ্টি হয়নি।অনেক লোককে নিচু এলাকা থেকে তুলে আনা হয়েছে। পর্যাপ্ত ত্রান জেলা প্রশাসন দিচ্ছে।সমস্যা হবেনা। সেচ মন্ত্রী জলপাইগুড়ি আসছেন।আমরা তার সাথে কথা বলব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here