অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
করোনাকে হারিয়ে ছন্দে ফেরার চেষ্টায় সকলে। ঘোষণা হল করোনা পরবর্তী নতুন এসওপি। সেখানে সুখবর রয়েছে ক্রীড়া প্রেমীদের জন্য। নতুন সংশোধনীতে জানিয়ে দেওয়া হল, যে কোনও আউটডোর স্পোর্টসেই এবার থেকে মাঠে বসে খেলা দেখতে পারবেন ১০০ শতাংশ দর্শক। স্বরাষ্ট্র মন্ত্রক ও স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়।
আরও পড়ুনঃ ক্রিকেটারদের ভ্যাকসিন দিয়ে মাঠে দর্শক এনে এপ্রিলেই ভারতে আইপিএল করতে চায় বোর্ড
এবার অন্তত আইনগত ভাবে গ্যালারিতে দর্শক আনতে আর কোনো অসুবিধা রইল না। সংক্রমণের নিম্নমুখী হার, ভ্যাকসিন আর সবশেষে এই নির্দেশিকা। তবে মাস্ক, স্যানিটারাইজার বাধ্যতামূলক করা হয়েছে। সবমিলিয়ে সামনের আইপিএল বা অন্য বড় টুর্নামেন্টগুলি মাঠে গিয়ে দেখার আশায় বুক বাঁধতেই পারেন ক্রীড়াপ্রেমীরা। এরফলে বিসিসিআই প্রস্তুতি শুরু করেছে মাঠে দর্শক আনার। যদিও এখনই হাউস ফুল গ্যালারি না এনে ধাপে ধাপে লোক বাড়াতে পারে বিসিসিআই। যদিও আইএসএল শেষ হতে চলেছে দর্শক শুন্য ভাবেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584