মনিরুল হক, কোচবিহারঃ
ফের এক সপ্তাহ লকডাউন চলবে কোচবিহারে। রবিবার জেলা প্রশাসনের তরফে এই কথা ঘোষণা করা হয়। এদিকে ফের লকডাউন হওয়ায় রাজনৈতিক দলের কর্মসূচি নিয়েও উঠছে প্রশ্ন।
লকডাউনের কথা জানিয়ে কোচবিহারের জেলা শাসক জানিয়েছেন, ‘কোচবিহার পুর এলাকায় ওই লকডাউন করা হবে। এবার লকডাউন আরো কড়াকড়ি করা হবে।’
আরও পড়ুনঃ তপন দিঘি ইস্যু নিয়ে বিস্ফোরক সুকান্ত
গোষ্ঠী সংক্রমণের আভাস পেয়েই গত ১৫ জুলাই থেকে কোচবিহার সহ উত্তরবঙ্গের পাঁচ শহরে লকডাউন ঘোষণা করে নবান্ন। ৫ দিনের জন্য ওই লকডাউন ঘোষণা করা হয়েছিল।
এতে আগামীকালই লকডাউন শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কোচবিহারে ১০ জেলা প্রশাসনের আধিকারিক, দুই রাজনৈতিক দলের নেতা সহ বেশ কিছু স্থানীয় বাসিন্দা করোনা আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন জেলা প্রশাসন। সেই কারণেই আরও এক সপ্তাহের কড়া লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে করোনা আক্রান্ত তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বিষ্ণুব্রত বর্মণের দ্বিতীয় বার করোনা পরীক্ষা করা হলে এদিন রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। তবে কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিং এখনও করোনায় আক্রান্ত রয়েছেন বলে খবর।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে বজ্রপাতে মৃত ১, জখম ২
এদিকে লকডাউন ঘোষণা থাকা অবস্থাতেও কোচবিহারে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ও নেতাদের জনসংযোগ কর্মসূচু নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কোচবিহারে।
অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজনৈতিক কর্মসূচির নামে লোক জমায়েত করা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। শুধু তাই নয়, মাধ্যমিক উচ্চমাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা দিতে গিয়েও অনেক রাজনৈতিক দলের নেতা সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্য বিধিকে বিধিকে অবজ্ঞা করেছেন বলেও অভিযোগ উঠেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584