বড়দিনের ভিড়ে ঠাসা পশ্চিম মেদিনীপুর

0
236

বদরুল আলম, পশ্চিম মেদিনীপুর:-

গত কাল বড়দিনে জনজোয়ার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে গোয়ালতোড় । সর্বত্রই ছিল প্রশাসনের কড়া নজরদারি । চন্দ্রকোনা রোডের পরিমল কাননে এদিন রেকর্ড সংখ্যক মানুষ আসেন । বনদপ্তরের পরিমল কানন উদ্যানের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জার তাপস কারক বলেন, ‘এদিন ১০ হাজারেরও বেশি মানুষ পরিমল কাননে আসেন ।

ভিড়ে ঠাসা চন্দ্রকোনার ঢলবাঁধ পার্কও

ছিল পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা, বনদপ্তরের কর্মীরাও সারাদিন ভিড় সামলাতে ব্যস্ত ছিলেন ।’ এবার পরিমল কাননে বিশেষ আকর্ষণ বিরাটাকার ৩ টি এমু পাখি । যা দেখতে এদিন পার্কের পাখিরালয়ে ভিড় জমান কচিকাঁচা থেকে ছেলেবুড়ো সবাই । বড়দিনের ভিড়ে ঠাসা ছিল চন্দ্রকোনার ঢলবাঁধ পার্কও । শীতের আমেজে পার্কে এসে অনাবিল আনন্দে মাতেন ছোট থেকে বড় সবাই । ভিড় সামলাতে চন্দ্রকোনা থানার পুলিসের পক্ষ থেকে মোতায়েন করা হয় সিভিক ভলেন্টিয়ার্স ও পুলিসকর্মীদের ।

ভিড় সামলাতে ব‍্যস্ত প্রশাসন

এদিন ঢলবাঁধে আসেন ১০ হাজারেরও বেশি মানুষ । পিকনিকের উদ্দিপনায় সামিল হন আট থেকে আশি সকলেই । একই চিত্র ঘাটালের হরিসিংহপুর পার্কেও । ঘাটাল পঞ্চায়েত সমিতি ও বনদপ্তরের পক্ষ থেকে পার্কে ছিল কড়া নজরদারির ব্যবস্থা । স্কুল কলেজের পড়ুয়ারা পার্কে পরিযায়ী পাখি দেখার জন্য ভিড় করে ।
সাম্প্রতিক কালে গড়বেতার গনগনিতে কয়েকটি দুর্ঘটনা টনক নড়িয়ে দেয় প্রশাসনকে । তাই বড়দিনে দুর্ঘটনা এড়াতে গনগনির পিকনিকস্পট পরিদর্শন করেন বিডিও বিমল শর্মা, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেবাব্রত ঘোষ, মহম্মদ ফারুখ সহ ব্লক প্রশাসনের প্রতিনিধিরা । পুলিসের পক্ষ থেকে বিভিন্ন স্থানে দেওয়া হয় সাবধানতাসূচক বোর্ড । ব্যবস্থা করা হয় ১২ টি শৌচালয় ও পানীয় জলের । পুলিসের টহলদারি চলে দিনভর । গনগনিতে বড়দিনে পিকনিকের আনন্দে মাতেন প্রায় হাজার আটেক মানুষ । গোয়ালতোড়ের সনকা পার্কেও এদিন ভিড়ে ঠাসা ছিল ।
এদিন ঘাটাল ও দাসপুরে শিলাবতী, ঝুমি, কেঠিয়া নদীর চরে বহু মানুষ পিকনিকে মাতেন ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here