সংক্রমণের নিরিখে মালদহে আরও একটি কোভিড হাসপাতাল চালু প্রশাসনের

0
152

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

মালদহে করোনা সংক্রমণের সংখ্যা ক্রমশ বেড়ে চলায় আরও একটি নতুন কোভিড হাসপাতাল চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামী ২০ তারিখ থেকে মেডিকেল কলেজের ট্রমা কেয়ার সেন্টারে ১২৫ শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতাল চালু করা হবে।

malda town | newsfront.co
ফাইল চিত্র

গত রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মালদহ জেলায় ৬৭ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে জেলায় সংক্রামিতের সংখ্যা সাড়ে তেরশো ছাড়িয়েছে। জেলায় সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে রতুয়া ১ নম্বর ব্লকে।

রতুয়া ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতে ২৪ জন, বাহারালে ৫ জন, কাহালায় দু’জন ও সামসিতে একজন সংক্রামিত হয়েছেন। ইংরেজবাজার পুরসভা এলাকায় ২০ জনের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৫ নম্বর ওয়ার্ডে চারজন, ৪ ও ২৪ নম্বর ওয়ার্ডে দু’জন করে মোট চারজন এবং ২, ৩, ৬, ৭, ৮, ৯, ১৯, ২০ ও ২৯ নম্বর ওয়ার্ডে একজন করে সংক্রামিত হয়েছেন।

আরও পড়ুনঃ বাড়ানো হল বহরমপুরের কোয়ারেন্টাইন হাসপাতালের শয্যা সংখ্যা

পুরাতন মালদহ পুরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে দু’জন করে সংক্রামিত হয়েছেন। ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে একজন করে বাসিন্দার শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। বামনগোলা ব্লকের চারজন সংক্রামিতের মধ্যে পাকুয়াহাট এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তিন কর্মী রয়েছেন। কালিয়াচক ১ নম্বর ব্লকে ৩ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

কালিয়াচক ৩ নম্বর ব্লকে একজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এছাড়াও মানিকচকের মথুরাপুরে সংক্রামিত হয়েছেন একজন। সবমিলিয়ে জেলায় মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৬৫।

আরও পড়ুনঃ হল কর্মীদের পাশে খড়গপুর আইআইটির প্রাক্তন শিক্ষার্থীরা

জেলায় লাগামছাড়া সংক্রমণের কথা মাথায় রেখে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে কোভিড হাসপাতাল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে একটি নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতর থেকে এসে পৌঁছেছে জেলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here