নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
শরীরে মারণ রোগ ক্যান্সার। কিন্তু তাতে কী। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে মন শক্ত রেখে মাধ্যমিকের গণ্ডি পার করলেন দেবীনগরের জয়শ্রী গুহ। ৭২ শতাংশ নম্বর পেয়ে সকলকে অবাক করে দিলেন জয়শ্রী।রায়গঞ্জের বীরনগরের একটি আবাসনের বাসিন্দা জয়শ্রী।
দু বছর আগে গলায় ব্যথা অনুভব হওয়ায় বাবা সঞ্জয় গুহ এবং মা শাশ্বতী গুহ তাকে নিয়ে শহরের এক চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পরে সেই চিকিৎসকের পরামর্শে পাড়ি দেন মুম্বাইয়ের ক্যান্সার হাসপাতালে। সেখানেই নানা চিকিৎসার মধ্য দিয়ে জানতে পারা যায়, তার গলায় বাসা বেঁধেছে মারণ রোগ ক্যান্সার।
আরও পড়ুনঃ তিন কৃতিকে সংবর্ধনা জানাল ফেসবুক গ্রুপ
কিন্তু ক্যান্সারের মতো ভয়াবহ রোগকে হারিয়ে জীবনের প্রথম বোর্ড পরীক্ষার গণ্ডি পেরিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে জয়শ্রী।জয়শ্রী জানিয়েছে, মাধ্যমিকে প্রায় ৭২ শতাংশ (৫০৯) নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে সে।
রায়গঞ্জ দেবীনগর রাধারাণী বিদ্যাপীঠের ছাত্রী হিসেবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রচন্ড সহযোগিতা পেয়েছে সে। আগামীদিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে নার্সিংয়ের ট্রেনিং নিতে চায় জয়শ্রী।
আরও পড়ুনঃ মাধ্যমিকে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা পুলিশের
জয়শ্রীর সাফল্যের খবর পেয়ে তার বাড়িতে দেখা করতে যান রায়গঞ্জের বিধায়ক তথা কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। ফুলের স্তবক ও উপহার দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দীর্ঘক্ষণ কথা বলেন জয়শ্রী ও তার পরিবারের সঙ্গে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584