নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুরঃ
মহামারী করোনা ও আমপান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মা মাটি মানুষের সরকার সবরকম ব্যবস্থা করছে। বুধবার সাংবাদিক বৈঠক করে জানান পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী।
এদিন তমলুকের সাংসদ অফিসে করোনা পরিস্থিতি ও আমপান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের সুযোগ সুবিধের ব্যবস্থা করার জন্য সাংবাদিক বৈঠকের ব্যবস্থা করা হয়।
সেই বৈঠকে দলের জেলা সভাপতি শিশির অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক তথা বিধায়ক অর্ধেন্দু মাইতি, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, তমলুক পুরসভার প্রশাসক তথা প্রাক্তন তমলুক পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন সহ অন্যান্য নেতৃত্ব।
আরও পড়ুনঃ সুন্দরবনে আমপান বিপর্যস্তদের পাশে সমাজকর্মীরা
এদিন শিশিরবাবু বলেন, ‘মহামারি করোনার কারণে বহু মানুষ কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছে। তার উপর ঘূর্ণিঝড় আমপানে সব তছনছ হয়ে গিয়েছে।
বহু কাঁচা, পাকা বাড়ি, গাছ-পালা, পানের বরজ, পুকুর, মাছ চাষের ফিসারি থেকে বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো মানুষের পাশে থেকে সাহায্য করে চলেছি।
ক্ষতিগ্রস্ত মানুষরা যাতে ক্ষতিপূরণ পায় তার জন্য কেন্দ্র ও রাজ্যের কাছে আবেদন জানিয়েছি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের কর্তা, দলীয় নেতারা অক্লান্ত পরিশ্রম করে কাজ করে চলেছেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584