সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
২০২০-র গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নানের সময় শুরু হচ্ছে ১৫ জানুয়ারি ১২ টা ২৪ মিনিটে এবং শেষ হবে ১৬ জানুয়ারি ১ টা ২৪ মিনিটে। এ দিন রাজ্য সরকারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানান মন্ত্রী সুব্রত মুখার্জী।
পাশাপাশি গতকাল সাংবাদিক সম্মেলনে এ বছরের পুর্ণ্যার্থীর সংখ্যা হয়েছিল ১৩ লক্ষ। আজকের সেই সংখ্যা বেড়ে মোট দাঁড়িয়েছে ২১ লাখে, প্রশাসনের পক্ষ থেকে এ দিন জানানো হয়। অন্যদিকে গঙ্গাসাগর মেলাকে ঢেলে সাজানোর জন্য গতবারের থেকে এবারে প্রায় দ্বিগুণ বিদ্যুত ব্যবহার করা হচ্ছে।
পুণ্যস্নানের আগে সমুদ্রে এ বছরই প্রথম নেট ও টিউব দিয়ে সীমারেখা করা হয়েছে, যাতে স্নান করতে গিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
গতকাল পর্যন্ত পুলিশি নজরদারিতে গ্রেফতার হয়েছে ১১৬ জন ও ৮৭ টি ছোট ও বড় যানকে ফাইন করা হয়েছে বেশি গতিবেগে গাড়ি চালানোর জন্য।
আরও পড়ুনঃ সিএএ-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল বিজয়নের
অন্যন্য বছরের তুলনায় বাড়ানো হয়েছে গাড়ি ও ভেসেলের সংখ্যা। ৩৬০ টি ভেসেল ও প্রায় ৩ হাজারের বেশি বাস নেমেছে রাস্তায়। এমনকি এবছরই ১৫৪ টি স্বেচ্ছাসেবী সংস্থা ও ৬ হাজার স্বেচ্ছাসেবক রয়েছে সাগর মেলায়।
এ দিনের সাংবাদিক সম্মেলনের শেষে মন্ত্রী অরুপ বিশ্বাস বলেন সাগরমেলা বাংলার গর্ব ; সকলকে এগিয়ে আসতে হবে এই মেলার ঐতিহ্য অক্ষুন্ন রাখতে।
আরও পড়ুনঃ পুষ্প প্রদর্শনী ঘিরে রঙিন ফালাকাটা
এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জী, অরুপ বিশ্বাস, শোভন চট্টোপাধ্যায়, জেলা সভাধিপতি সামিমা সেখ, জেলাশাসক -সহ স্থানীয় বিধায়ক ও সাংসদরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584