সরকারি আধিকারিককে রিভলবার উঁচিয়ে প্রাণে মারার হুমকি, অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, শুরু রাজনৈতিক তর্জা

0
302

জৈদুল সেখ, মুর্শিদাবাদ:

মুর্শিদাবাদের জেলা পরিষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেনের বিরুদ্ধে। জেলা শাসক ও রাজ্য পঞ্চায়েত উন্নয়ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন ইঞ্জিনিয়ার গৌতম স্যানাল।

Rajib Hossain
তৃণমূল নেতা রাজীব হোসেন

সরকারি কাজে স্বচ্ছতার জন্য ই-টেন্ডারের উপর বিশেষ জোর দিলেও সরাসরি দলের এক নেতা সেসবের পরোয়া না করে, পছন্দের লোককে সরকারি কাজের বরাত পাইয়ে দিতে নিজের অফিসে ডেকে ডব্লুবিএসআরডিএসএ- এর এক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল রাজীব হোসেন বিরুদ্ধে। এমনই অভিযোগ নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদে।

মুর্শিদাবাদের জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে তৃণমূল কংগ্রেসের পূর্ত কর্মাধ্যক্ষ্যের গুলি করে খুনের হুমকির অভিযোগে সরগরম হয়েছে জেলা। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন প্রদেশে কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী। মঙ্গলবার বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তৃণমূল মানেই ভয় সন্ত্রাস লুট মাস্তানি। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী যদি ব্যবস্থা না নেয় তাহলে এ রাজ্যে সরকারি কর্মীরা কাজ করতে ভয় পাবে। ব্যবস্থা নেওয়া সরকারের নৈতিকতার প্রশ্ন এটি বলেও উল্লেখ করেন অধীর।

Adhir chowdhury
অধীর চৌধুরী।নিজস্ব চিত্র

প্রসঙ্গত, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র গৌতম স্যানাল চিঠিতে লিখেছেন গত ১৪ জানুয়ারি জরুরি বৈঠকের জন্য মুর্শিদাবাদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন তাকে অফিসে ডাকেন। অফিসে ঢোকামাত্রই তাকে অশ্রাব্য গালিগালাজ করা হয় বলে অভিযোগ। গত ১৩ তারিখ একটি ই-টেন্ডার প্রকাশের জন্য এই হুমকি ও হুঁশিয়ারি দেওয়া হয় বলে জানান।

এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র গৌতম স্যানালের চিঠি

তাছাড়া নিজের পছন্দের মতো লোক টেন্ডার না পেলে প্রাণনাশের হুমকি দেন এবং ভয় দেখাতে রিভলবার ও বুলেট দেখান। এখানেই শেষ নয়। কর্মাধ্যক্ষের অফিস থেকে তিনি কোনওভাবে বেরিয়ে এলে তার অফিসে ঢুকে পড়ে তিন দুষ্কৃতী। তাদের সবার হাতে ছিল আগ্নেয়াস্ত্র। এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা রাজীব হোসেন বলেন, “এই অভিযোগ ভিত্তিহীন, সে যা অভিযোগ করেছে তার তদন্ত হোক সত্য প্রকাশ হোক।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here