ফাঁসিদেওয়ায় নাবালিকার বিয়ে রুখলো প্রশাসন

0
24

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

শুক্রবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের চটহাট অঞ্চলের বইরগাছা এলাকায় মহম্মদ পহিরুর নাবালিকা কন্যার সাথে নয়াবাড়ি এলাকার বাসিন্দার এক যুবকের সাথে বিবাহ ঠিক হয়। খবর পায় স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া।

government protest minor girl marriage in phansidewa | newsfront.co
নিজস্ব চিত্র

তারা জানতে পারে যে ওই মেয়েটির বয়স মাত্র ১৭ বছর। এই খবর পেয়ে তারা চাইল্ড লাইনকে খবর দেন। এবং এদিন সকালে ফাঁসিদেওয়া ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদারকে মেইল করে বিষয়টি জানান প্রশাসনের তরফ থেকে। এই বিষয়টি বিডিও ফাঁসিদেওয়ার পুলিশকে জানায়। এরপর ব্লক সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার সেই নাবালিকা মেয়েটির বাড়িতে গিয়ে তাদের পরিবারের সাথে কথা বলেন।

government protest minor girl marriage in phansidewa | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করোনা’র জের, ভিসা বাতিল প্রফেসরদের

এবং ওই নাবালিকার বাবা-মার সাথে কথা বলে একটি মুচলেকা দেন। অন্যদিকে ছেলের বাড়ির পক্ষ থেকে তারাও একটি মুচলেকা দেন যে এই বিয়ে কোনমতে করা সম্ভব নয়। এই বিষয়ে ফাঁসিদেওয়া ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদার বলেন যে এদিন সকালে আমাদের কাছে দার্জিলিং চাইল্ড লাইন থেকে যোগাযোগ করা হয়।

এরপর আমরা পুলিশ ও বি এস ডব্লু অফিসার স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশন কে নিয়ে সেখানে গিয়ে এই বিয়েটি বন্ধ করানো হয়। এবং দুই পক্ষই রাজি হন যে এই মুহূর্তে তারা তাদের মেয়েকে বিয়ে দেবেন না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here