শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ইতিমধ্যেই শুধুমাত্র করোনা পরীক্ষার জন্য রাজ্যের ৪৫ টি ল্যাবরেটরিকে কাজে লাগানো হয়েছে। ৩ মাস ধরে চলা করোনা মহামারীর মধ্যেই দেশজুড়ে পা রেখেছে বর্ষা। আর তার মধ্যে বর্ষায় প্রতি বছর হওয়া ডেঙ্গু পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায়, তার জন্য এবার পরিকাঠামো প্রয়োগ করে সাত দিনের মধ্যে তৈরি করা হচ্ছে এলাইজা পদ্ধতির একাধিক ল্যাবোরেটরি এবং নমুনা পরীক্ষার জন্য টেকনিশিয়ান নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা এবং ডেঙ্গু পৃথক পৃথক ল্যাবে পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ লকডাউনে দুঃস্থ শিল্পীদের সাহায্য
সূত্রের খবর, আগামী ৭ দিনের মধ্যে রাজ্যে বিভিন্ন হাসপাতাল, যেখানে ল্যাবরেটরি রয়েছে, সেখানে ডেঙ্গির নমুনা পরীক্ষার এলাইজা মেশিন-সহ পরিকাঠামো দ্রুত তৈরি করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। রাজ্য জুড়ে যেখানে যেখানে এলাইজা টেস্টের ব্যবস্থা নেই সেখানে তা দ্রুত পরিকাঠামো তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী, ২০১৯ সালে রাজ্যে সরকারিভাবে এলাইজা পদ্ধতি ডেঙ্গি নমুনার ৭২ টি পরীক্ষাকেন্দ্র ছিল।
এই বছর হাসপাতাল নভেল করোনা সংক্রান্ত চিকিৎসার জন্য এবং নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ-সহ বিভিন্ন জেলা হাসপাতাল, জেলার মেডিক্যাল কলেজ হাসপাতাল , কলকাতার একাধিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ল্যাবরটরিগুলো ব্যস্ত রয়েছে। করোনার নমুনা পরীক্ষায় ব্যস্ততা এবং চাপ বাড়ছে প্রতিদিনই, সে কারণে সেই সমস্ত ল্যাবরেটরি তে নতুন করে এলাইজা পদ্ধতিতে ডেঙ্গির নমুনা পরীক্ষা সম্ভব নয়।
আরও পড়ুনঃ বিল সংক্রান্ত ঝামেলায় হেনস্থার মুখে মেডিকা হাসপাতাল, স্তম্ভিত চিকিৎসকরা
সেই কারণেই স্বাস্থ্যভবনে শুক্রবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কলকাতা শহরের মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজ, এন আর এস মেডিকেল কলেজ, আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল, বাঘাযতীন হাসপাতাল, বিদ্যাসাগর হাসপাতাল, সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে এলাইজা পদ্ধতিতে পরীক্ষা কেন্দ্রে পরিকাঠামো তৈরি করা হবে।
যেখানে পরিকাঠামো আছে সেখানে আরও বেশি সংখ্যক লোক নিয়োগ করা হবে। কলকাতা শহরের বাইরে শহরতলি এবং জেলাগুলিতেও ডেঙ্গু পরীক্ষার জন্য আলাদা ভাবে সেই ল্যাবরেটরি নির্দিষ্ট করা হচ্ছে। করোনার দাপটের জন্য যাতে কোনওভাবেই ডেঙ্গিকে উপেক্ষা না করা হয়, সে বিষয়ে সচেষ্ট প্রসাশন। কারণ করোনার সংক্রমণের মাত্রা বেশি হলেও ডেঙ্গুতে মৃত্যুর হার তুলনামূলক অনেকটই বেশি। সেই জন্যই ডেঙ্গু নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584