অর্জুনের এনকাউন্টারের আশঙ্কা, জবাব চাইলেন ধনখড়

0
113

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কিছুদিন আগেই করোনা পরিস্থিতিতে মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। কিন্তু মঙ্গলবার তার বাড়িতে পুলিশ পৌঁছে যাওয়ায় তিনি এনকাউন্টারের আশঙ্কা প্রকাশ করেছিলেন। এবার লোকসভার সংসদ সদস্যের পাশে দাঁড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিবকেও বার্তা দিয়ে জানান, এই গুরুতর অভিযোগ খতিয়ে দেখার জন্য।

Dhankhar | newsfront.co
গ্রাফিক্স চিত্র

এদিন রাজ্যপাল টুইট করে জানান, রাজ্যে যদি একজন লোকসভার সাংসদ এনকাউন্টারের আশঙ্কা প্রকাশ করেন, তা যথেষ্ট গুরুতর বলেই বিবেচিত হয়। মুখ্যসচিবের অবশ্যই এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সাংসদের এনকাউন্টারের আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য এই মুহূর্তে করোনা সংক্রমণের লড়াইয়ের মধ্যে যদি কোনও সাংসদ যদি এনকাউন্টারের আশঙ্কা করেন, তা ভয়ানক। এই ধরনের হুমকি বা আশঙ্কা উন্নয়নের পক্ষে অসুবিধা সৃষ্টি করতে পারে। তাই অবিলম্বে একটা বিধিবদ্ধ ব্যবস্থা নিতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।

message | newsfront.co

কিন্তু অর্জুন সিং এনকাউন্টারের আশঙ্কা কেন করছেন? এদিন বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, বিজেপি সরব হতেই প্রতিহিংসায় নেমেছে তৃণমূল। সাদা পোশাকে পুলিশ পাঠিয়ে আমায় এনকাউন্টার করতে চাইছে। অর্জুনের আরও অভিযোগ, মমতার প্রশাসনিক কর্তারা নোটিশ দিতে হলে এভাবে তাঁর বাড়িতে আসবেন কেন? আসলে তাকে থামাতে এনকাউন্টার পরিকল্পনা ছিল। তিনি মৃত্যুকে ভয় পান না। সঠিক সময়ে তিনি উত্তর দেবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here