ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
কলকাতায় করোনা মোকাবিলার ব্যবস্থাপনা ও গতিকে সচল রাখতে কলকাতা পুরসভার বোর্ডের কাউন্সিলরসহ মেয়রের মেয়াদকাল অন্তত আরও ছয় মাস বৃদ্ধির দাবি তুলে সংবিধান বিশেষজ্ঞ ও আইন দপ্তরের পরামর্শ চেয়েছে রাজ্য সরকার।

উল্লেখ্য গত ১৯ শে এপ্রিল কলকাতা পুরসভার ভোটের প্রস্তুতিপর্ব সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জেরে তা পিছিয়ে গেছে। সে অনুযায়ী আগামী ৭ মে কলকাতা পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হতে চলেছে।
আরও পড়ুনঃ বর্তমান পরিস্থিতি দেখতে শিলিগুড়ির ৪১ নং ওয়ার্ড পরিদর্শনে পর্যবেক্ষক দল
কিন্তু এই মুহূর্তে যে গতিতে করোনা মোকাবেলায় কাজ চলছে বোর্ডের সদস্যদের মেয়াদকাল শেষ হলে সে গতি স্তিমিত হয়ে যাবে বলে মনে করছে রাজ্য। এই মুহূর্তে অন্য কোনো সিদ্ধান্তে না গিয়ে বর্তমান স্থায়ী সদস্যদের মেয়াদকাল বৃদ্ধির কথা চিন্তা করছে কেন্দ্র সরকার। এই মেয়াদকাল বৃদ্ধি পেলে বামফ্রন্ট,কংগ্রেস, বিজেপি ও তৃণমূল নির্বাচিত বর্তমান কাউন্সিলরাও মেয়াদ বৃদ্ধির আওতায় পড়বেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584