তাঁতশিল্পকে ফিরিয়ে আনতে উদ্যোগী প্রশাসন

0
36

অমৃতা চন্দ, কোচবিহারঃ

তাঁত শিল্পের পুনরুজ্জীবনের জন্য বিশেষ ভাবে উদ্যোগী হল প্রশাসন। এক সময় বাংলার মানুষ যে শিল্পকে নিয়ে গর্ব করত, যে ক্ষুদ্র ও কুটির শিল্প দিয়ে গ্রামীণ অর্থনীতিও পরিচালিত হতো সেই তাঁতশিল্পের পুনরুজ্জীবনের কাজ শুরু হয়েছে।

meeting | newsfront.co
বৈঠক। নিজস্ব চিত্র

আধুনিক এই সময়ে এই শিল্পের অবস্থা যেন মৃতপ্রায় হয়ে দাঁড়িয়েছে। এক সময় কোচবিহার জেলার রুনিবাড়ি, বাবুরহাট, পেস্টারঝার, কলেরপার, দাউয়াগুড়ি, চকচকা, দিনহাটার বড়নাচিনা, ঝুড়িপাড়া, বাবুপাড়া, তুফানগঞ্জের বলরামপুর, দেওচড়াই, নাটাবাড়ি, মাথাভাঙার নিশিগঞ্জ, রুইডাঙ্গা-সহ জেলার বিভিন্ন এলাকায় এই শিল্পের বহুল কদর ছিল। ঘরে বসেই তৈরি হতো গামছা, শাড়ি। তাঁত শিল্পীদের ভালরকমের রোজগারের পথও ছিল, কিন্তু এসব আজ অতীত।

আরও পড়ুনঃ জেলা ছাত্র যুব উৎসব শুরু মালদায়

সময়ের বিবর্তনের আজ অনেকটাই হারিয়ে গেছে এই তাঁত শিল্প। ফের এই শিল্পকে পুনরুজ্জীবিত করতে এবং তাঁত শিল্পীদের এই শিল্পের প্রতি পুনরায় আকৃষ্ট করতে এই শিল্পের সাথে তাদেরকে পুরোপুরিভাবে যুক্ত করার লক্ষ্য নিয়ে এদিন এক গুরুত্বপূর্ণ বৈঠক হল কোচবিহার জেলা শাসকের দফতরে।

এদিনের এই বৈঠকে জেলা শাসক পবন কাড়িয়ান ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, অনগ্রসর কল্যাণ বিভাগের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন-সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here