মাওবাদীদের সুরক্ষা দেওয়ার অভিযোগ কৈলাসের

0
49

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

মাওবাদীদের সুরক্ষা দেওয়া, মাওবাদীদের সাহায্য নিয়ে এলাকার বিজেপি নেতাদের সাথে দাদাগিরি করা, এটা রাজনীতি হতে পারে না। হত্যা, বোমাবাজি পশ্চিমবঙ্গে খুব সাধারণ বিষয়, যার কারনে এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনি বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

Mukul with Kailash | newsfront.co
পাশপাশি মুকুল কৈলাস। নিজস্ব চিত্র

রবিবার দুপুরে কেন্দ্রীয় বিজেপি নেতা মুকুল রায় ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মহত কে নিয়ে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে ঝাড়গ্রামে আসেন কৈলাস বিজয়বর্গীয়। অনুষ্ঠান শেষে রাজ্যের শাসক শিবিরকে কড়া ভাষায় নিশানা করেন বিজেপির এই হেভিওয়েট নেতা।

BJP Rally | newsfront.co
নিজস্ব চিত্র

তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে আক্রমণ করে তাঁর দাবি, যে ছত্রধর মাহাতো এক সময় পুলিশের ওয়ান্টেড লিস্টে ছিল সেই ছত্রধর মাহাতোকে জামানত করিয়েছে মমতা ব্যানার্জি। এখন পুলিশের ঘেরাটোপে থাকা সেই ছত্রধর মাহাতোকে কাজে লাগিয়ে বিজেপি নেতাদের ধমকাচ্ছে তৃণমূল, জোর করে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হচ্ছে বিজেপি নেতাদের।

আরও পড়ুনঃ মাদ্রাসা শিক্ষকরা ঠিকমত বেতন পাচ্ছেন না, অভিযোগ অধীরের

এমনকী সাম্প্রতিক সময়ে বিজেপি নেতাদের ওপর বেশ কয়েকটা হিংসার ঘটনা উল্লেখ করে কেন্দ্রীয় এই বিজেপি নেতার দাবি, পুলিশকে সাথে নিয়ে তৃণমূল রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার বাতাবরণ তৈরি করছে। ২০২১ এর নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে একশো শতাংশ মানুষের মন জয় করে, চূড়ান্ত আশাবাদী বিজেপির এই দাপুটে নেতা। শাসক শিবিরে ভাঙন ধরিয়ে রবিবারই ঝাড়গ্রামে প্রায় একশো জন বিজেপির পতাকা তুলে নেয় কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here