উদ্ধার হওয়া গাঁজায় সরকারি স্টিকার,তদন্তে নেমেছে পুলিশ

0
63

মনিরুল হক,কোচবিহারঃ

Govt sticker on rescued ganja
নিজস্ব চিত্র

কোচবিহারে উদ্ধার হল বিপুল পরিমান গাঁজা। রবিবার কোচবিহার শহরের ১নং ওয়ার্ডে উচ্চবালিকা বিদ্যালয়ের উল্টো দিকে বয়েজ হোস্টেল সংলগ্ন ক্ষত্রিয় সোসাইটির জমিতে ১৬-১৭ প্যাকেট গাঁজা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায়।ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্যাকেটগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Govt sticker on rescued ganja
উদ্ধার হওয়া গাঁজার প্যাকেট। নিজস্ব চিত্র

ক্ষত্রিয় সোসাইটির সহ সভাপতি রাধাকান্ত বর্মা এই সম্পর্কে বলেন, ‘আজ সকালে আমাদের সোসাইটির ক্যাশিয়ারের কাছে ফোন আসে যে, সোসাইটির জায়গায় বেশ কিছু গাঁজার প্যাকেট পড়ে আছে।সঙ্গে সঙ্গে আমরা থানায় বিষয়টি জানাই।পুলিশ এসে প্যাকেটগুলি নিয়ে যায়।সম্ভবত গাঁজার প্যাকেটগুলি সরকারি হেফাজত থেকে চুরি হয়েছিল।কারণ,প্যাকেটগুলিতে সরকারি স্টিকার সাঁটানো থাকতে দেখা গিয়েছে। মনে হচ্ছে, সেই চুরির গাঁজাই এখানে কেউ রেখে দিয়ে গিয়েছে।’
এর আগে গত ৫ মার্চ রাতে আদালত চত্বরে মালখানার গ্রিল ভেঙে প্রচুর পরিমাণ উদ্ধার হওয়া গাঁজা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। কি পরিমাণ গাঁজা চুরি হয়েছে, তা সুনির্দিষ্ট ভাবে জানা না গেলেও মালখানার একটা বড় জায়গা ফাঁকা হয়েছিল।অসমর্থিত সূত্রের খবর, ৫৫ টি প্যাকেটে সাড়ে তিন ক্যুইন্টালের মত গাঁজা সেদিন চুরি হয়েছিল।

আরও পড়ুনঃ তেলের ট্যাঙ্ক থেকে উদ্ধার বিপুল পরিমান গাঁজা

পুলিশ পাহারায় থাকা সত্ত্বেও আদালত চত্বরে পুলিশ লকআপের মালখানা থেকে কী করে ওই গাঁজা চুরি হয়ে গেল,স্বাভাবিক ভাবেই তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে এদিনের উদ্ধার হওয়া গাঁজা আদালত চত্বরের সেই মালখানা থেকে চুরি যাওয়া গাঁজা বলেই মনে করছেন অনেকেই।ঘটনার পর পুলিশ তদন্তে নেমেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here