নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রতিরক্ষা খাতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের পরিমাণ বাড়ালেও ‘সুরক্ষা বিধি’ আরোপ করতে চলেছে কেন্দ্র।অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগেই ঘোষণা করেছিলেন প্রতিরক্ষা খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এর পরিমাণ ৪৯% থেকে বাড়িয়ে ৭৪% করা হবে।
কিন্তু এবার স্থির করেছে তাতে জাতীয় সুরক্ষা বিধি আরোপ করা হবে, ক্যাবিনেটে তা পাস হয়েও গেছে। সূত্র থেকে জানা যাচ্ছে এই প্রস্তাব প্রথম আসে বাণিজ্য ও শিল্প মন্ত্রক থেকে। এই বিধিতে বলা হয়েছে, ” জাতীয় সুরক্ষার স্বার্থে প্রতিরক্ষায় বিদেশি বিনিয়োগ খতিয়ে দেখা প্রয়োজন, সে অধিকার সরকারের থাকবে।”
আরও পড়ুনঃ ওয়াই প্লাস নিরাপত্তা কঙ্গনা রানাওয়াতকে
বর্তমানে ৪৯% বিদেশী বিনিয়োগ করা যায়, সেই অব্দি স্বাভাবিক ভাবেই করা যাবে কিন্তু তার বেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পর্যালোচনার অধিকার সরকারের থাকবে জাতীয় সুরক্ষার প্রয়োজনে।
আরও পড়ুনঃ অযোধ্যায় মসজিদের চেয়ে গুরুত্ব পাচ্ছে হাসপাতাল নির্মাণ
তবে নতুন সুরক্ষা বিধির শর্তাবলী সম্পর্কে সরকারের তরফ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বিশেষজ্ঞদের ধারণা প্রতিরক্ষা শিল্পে দেশীয় উৎপাদন বাড়ানো সরকারের উদ্দেশ্য। ১.৭৫ কোটি টাকার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।২০২৫ সালের মধ্যে রপ্তানি হবে ৩৫ হাজার কোটি টাকার সরঞ্জাম, এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেসরকারী উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584