করোনা মোকাবিলায় প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ গোয়ালতোড় ব্যবসায়ী সমিতির

0
41

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

নিজেরা ব্যবসার সাথে যুক্ত হলেও, ব্যবসার স্বার্থে ভুলে যায়নি মানবিকতা। তারই এক জ্বলন্ত দৃষ্টান্তের নজির রাখলো পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা। জানা গেছে লকডাউনের কারনে খাদ্য সংকটে পড়া অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী ও নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র তুলে দিলেন এই ব্যবসায়ীরা।

owner Association | newsfront.co
নিজস্ব চিত্র

পাশাপাশি করোনা মোকাবিলার নানা বিষয় নিয়েও দুঃস্থদের সচেতনও করেন তাঁরা। এমনকি এ কাজের সাথে যুক্তদেরও দেশের এই দুর্দিনে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। জানা যায় রবিবার এই গোয়ালতোড় আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এলাকার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রামের অসহায় মানুষদের হাতে তুলে দিলেন ডাল, তেল, নুন, আলু, পিঁয়াজ থেকে শুরু করে কাঁচা শাক সবজিও।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় টহল পুলিশ আধিকারিকের

আর এই গুলি হাতে পেয়ে বেজায় খুশি বয়স্কা ফুলমনি মান্ডি, মালতি হাঁসদা, অন্ধ লাল্টু মাহাতরা। দেশের এই চরম সংকটে যখন একদিকে লড়াই চলছে করোনা প্রতিরোধের, আর অপরদিকে খাদ্যের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন নুন আনতে পান্তা ফুরোয়ের মতো পরিবারগুলি। ঠিক সেই সময়ে আলু ব্যবসায়ী সমিতির এই সাহায্য পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তাঁরা।

অপরদিকে গোয়ালতোড়ের দুধপতরি গ্রামের ফুলমনি মান্ডির বয়সের ভারে কোমরে বাঁক পড়েছে। ছেলে লোকের দিন মজুরী করে কোনও রকমে সংসার চালান। এমনকি শাঁখাভাঙ্গা গ্রামের অন্ধ লাল্টু মাহাত দুই ছেলে আর স্ত্রীকে নিয়ে সংসার। স্ত্রী জঙ্গল থেকে পাতা তুলে এনে কোন মতে সংসার চালান, কিন্তু লকডাউনে সেটাও বন্ধ। ফলে চরম সমস্যা তাদের। এই রকম অসংখ্য অসহায় মানুষ যারা আজ পরিস্থিতির স্বীকার হয়ে পড়েছে। সেই সমস্ত মানুষ গুলির পাশে থেকে তাদের কিছুটা হলেও সাহায্য করে মানবিকতার নজির গড়লেন এই ব্যবসায়ী সদস্যরা।

যদিও এ বিষয়ে আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক অমল সরকার জানান, “সারা বছরেই আমরা ব্যবসার কাছে যুক্ত থাকার কারনে, ব্লকের কে কোথায় কিভাবে আছে তা জানি না। কিন্তু এই সময় ত্রাণ দিতে এসে আমরা এই দুরবস্থা দেখতে পাচ্ছি। আর এই বিপদের দিনে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাঁদের হাতে ত্রাণ দিতে পেরে খুবই ভালো লাগছে”।

অপরদিকে সমিতির সভাপতি রঞ্জিত মাইতি বলেন, ” মারন করোনাকে রোধ করতে হলে সকলেই বাড়িতেই থাকুন। যদি কোনো সমস্যা হয় প্রশাসনকে জানান। এমন কি আমাদেরও জানান। আমরা যতটা পারি পাশে থাকার চেষ্টা করবো। আর করোনাকে রোধ করতে গিয়ে খাদ্যের জন্য আর কেউ চোখের জল ফেলবে না বা কেউ অভুক্ত থাকবে না”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here