নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সম্প্রচার মাধ্যম ভায়াকম সিবিএস সোমবার জানিয়েছে, গত বছরের তুলনায় এ বছর গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখার টেলিভিশন দর্শকের শতকরা হার ৬ শতাংশ নেমে দাঁড়িয়েছে ১৮.৭ মিলিয়নে। গত বছর সেই হিসাব ছিল ১৯.৯ মিলিয়নে।
লস অ্যাঞ্জেলস থেকে সম্প্রচারিত সাড়ে তিন ঘণ্টার গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সিংহভাগ পুরস্কার জিতেছেন অষ্টাদশী গায়িকা বিলি ইলিস। বিলিই প্রথম তরুণী যিনি একসাথে এতগুলো গ্র্যামি জিতেছেন।
এ দিন লস অ্যাঞ্জেলস এ প্রয়াত বাস্কেটবল খেলোয়াড় কোব ব্রায়ান্টের উদ্দেশে সম্মান প্রদর্শন করা হয় গ্র্যামির মঞ্চ থেকে।
আরও পড়ুনঃ গ্র্যামি মঞ্চে নতুন কাহিনী রচনা বিলি ইলিসের, পাঁচ বিভাগে শীর্ষে অষ্টাদশী তরুণী
রয়টার্স সূত্রে জানা গেছে, ২০০৬ সালে গ্র্যামি দেখার টেলিভিশন দর্শকের সংখ্যা সবচেয়ে কম ছিল। মাত্র ১৭ মিলিয়ন মার্কিন দর্শক ওই অনুষ্ঠানটি দেখেছিলেন। তবে তার মধ্যে পানশালা এবং পাবলিক প্লেসের দর্শক অন্তর্ভুক্ত ছিল না।
সম্প্রচার সংস্থা সিবিএস জানিয়েছে, গ্র্যামি অনুষ্ঠান দেখার দর্শকের সংখ্যা আরও বেড়েছে সোশ্যাল মিডিয়া উপভোক্তাদের ফলে। এ বছর এই সংখ্যা গোল্ডেন গ্লোবের দর্শকদেরও হার মানিয়ে দিয়েছিল। চলতি বছরের ৫ জানুয়ারি গোল্ডেন গ্লোবের দর্শক সংখ্যা ছিল ১৮.৩ মিলিয়ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584