পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
নাতি আর নাত বৌয়ের গন্ডগোল থামাতে গিয়ে নাতির লাথিতে পড়ে গিয়ে মৃত্যু হল ঠাকুমার।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায়। মৃতা বৃদ্ধার নাম রেখা রানী দাস (৮০)।
পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে বৃদ্ধা ঠাকুমার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযুক্ত নাতি প্রদীপ দাস সহ তিনজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রেখা দেবীর এক আত্মীয় বিপুল সরকার৷
এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুনঃ পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু নাতির,গুরুতর আহত ঠাকুমা
রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকার বাসিন্দা রেখা রানী দাস পুত্রবধু, নাতি ও নাত বৌ নিয়ে বসবাস করেন। রেখা দেবীর নাতি প্রদীপ দাসের সঙ্গে তার স্ত্রীর মাঝেমধ্যেই ঝগড়া বিবাদ লেগে থাকে৷ এদিনও তাদের সাংসারিক বিবাদ চরমে ওঠে৷ সেই সময় ঠাকুমা রেখা দেবী তাদের গন্ডগোল মেটাতে সেখানে যান।
নাতি প্রদীপ দাস আচমকা রেখা দেবীর কোমরে সজোরে লাথি মারে। ছিটকে পড়ে গিয়ে রেখা দেবী গুরুতর জখম হন৷ স্থানীয় বাসিন্দারা রেখা দেবীকে উদ্ধার করে রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিপুল সরকার নামে রেখা দেবীর এক আত্মীয় অভিযোগ করে বলেন,রেখা দেবীর নাতি প্রদীপ দাস ও তার স্ত্রী শিবানী দাসের মধ্যে খুবই গন্ডগোল চলছিল।সেই গন্ডগোল থামাতে গিয়েই প্রাণ গেল ওই বৃদ্ধার। ইতিমধ্যেই রেখা দেবীর নাতি প্রদীপ দাস, নাত বৌ শিবানী দাস ও বৌমা উমা দাসের নামে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584