সুদীপ পাল, বর্ধমানঃ
গুসকরা পুরসভার ‘গুসকরা উৎসবের’ প্রস্তুতি নিয়ে এক বৈঠকে বাদানুবাদে জড়িয়ে পড়লেন দুই বিদায়ী তৃণমূল কাউন্সিলর, মল্লিকা চোংদার এবং নিত্যানন্দ চট্টোপাধ্যায়। অবশেষে বিদায়ী পুরপ্রধান বুর্ধ্বেন্দু রায়ের অভিভাবকত্বে বাদানুবাদ থামে।
সূত্রের খবর, আগামী ২২ জানুয়ারি থেকে এই উৎসব শুরু হওয়ার কথা। গুসকরায় রটন্তী কালী পূজাকে কেন্দ্র করে এই উৎসব হয় প্রতি বছর। পুজোর প্রস্তুতিতে মল্লিকাদেবী তাঁর পরিবার থেকে কাউকে রাখার জন্য আবেদন জানিয়েছিলেন।
অভিযোগ, তাঁর বিরোধিতা করে পুলিশের সহযোগিতার কথা বলেন নিত্যানন্দবাবু। কথা কাটাকাটি এবং ক্রমে ব্যক্তিগত আক্রমণ শুরু হয়ে যায় বৈঠকে।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ার বই মেলার প্রস্তুতি তুঙ্গে
আরও পড়ুনঃ সৈদাবাদ মণীন্দ্র চন্দ্র বিদ্যাপীঠের ১৭৫ তম বর্ষ উদযাপন
বৈঠকে উপস্থিত ছিলেন আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার, আউসগ্রাম থানা ও গুসকরা ফাঁড়ির পুলিশ আধিকারিক ও বিদায়ী কাউন্সিলররা। কীভাবে মেলা পরিবেশ বান্ধব হবে, সিসিটিভি কোথায় বসানো হবে, পুজো দেওয়ার লাইনে কীভাবে নজরদারি চালানো হবে, পর্যাপ্ত পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা ঠিকঠাক করার জন্যই এই বৈঠকের আয়োজন।
সিপিএমের বিদায়ী কাউন্সিলর মনোজ সাউ বলেন, বোর্ডে থাকার সময়ে দুজনে এভাবেই তর্ক-বিতর্ক করে সময় নষ্ট করেছেন। যদিও বিধায়কের দাবি এই ঘটনা সামান্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584