কার্ত্তিক গুহ,পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলাই শুধু নয়,আশাপাশের বহু জেলা থেকে চিকিৎসার জন্য হাজার হাজার মানুষ ছুটে আসে জেলার এই একমাত্র মেডিকেল কলেজ হাসপাতাল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
প্রায় ১৫০০-১৬০০ রোগী ভর্তি এই হাসপাতালে। যদিও এই হাসপাতালের খাতায় কলমে বেড সংখ্যা মাত্র ৫৬০। অফিসিয়ালী বেড সংখ্যা না বাড়ায় বাড়েনি কর্মীর সংখ্যা। তার উপর গ্রুপ ডি বা চতুর্থ শ্রেনীর কর্মী হিসেবে যারা কর্মরত ছিলেন, গত কয়েক বছরে তাদের একটা বড় অংশ অবসর নেওয়াই এখন গ্রুপ ডি কর্মীর সংখ্যা নির্দিষ্ট’র থেকে কমে প্রায় ১৫ শতাংশে নেমেছে। আর এতেই সমস্যায় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মতো অতি গুরুত্তপূর্ন কাজ যাদের হাতে, তাদের সংখ্যা হাতে গোনা। দু মাস আগে মুখ্যমন্ত্রীর জেলা সফরে বিষয়টি উত্থাপন করা হয়, মুখ্যমন্ত্রী সে সময় সংকট মেটাতে ১০০ দিনের কাজে ৫০ জন নিয়োগ করতে বলেন। কিন্তু তারা শুধু হাসপাতাল চত্তর পরিস্কার করেন।
এর ফলে সমস্যা থেলে যাচ্ছে হাসপাতালের ভবনগুলির মধ্যে। সমস্যার কথা মেনে নিয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার সঞ্জীব কুমার গোস্বামী। বহু দিন ধরে কর্মী নিয়োগ না হওয়াতেই এই সমস্যা বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584