নদীয়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব

0
158

নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দের ঘটনা সামনে এল এবার নদীয়ার চাকদহে । বৃহস্পতিবার রাতে কয়েকজন দুস্কৃতি চাকদহ কেবিএম এলাকায় যুব তৃণমূল সভাপতি সত্যজিৎ বিশ্বাসের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ।

জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে চাকদহ যুব তৃণমূল নেতা সৌমিত্র ভট্টাচার্য্য চাকদহ কেবিএম এলাকায় আড্ডা মারছিলেন । তার কাছে খবর আসে আর.আই.সি মোড়ে চাকদহ তৃনমূল সমর্থকের উপর দুস্কৃতী হামলা হচ্ছে ।এমনকি সৌমিত্র ভট্টাচার্য্যের অভিযোগ আর.আই.সি মোড়ে গেলে তাকে লক্ষ্যে করে গুলি চালায় দুস্কৃতীরা ।একটুর জন্য লক্ষ্য ভ্রষ্ট হয় গুলি । তার দাবী বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুস্কৃতীরা । চিৎকার চেঁচামেচি হলে  দুস্কৃতীরা বাইক নিয়ে পালিয়ে যায় । বাইক ও আগ্নেয়াস্ত্র সহ এক দুস্কৃতীকে ধরে ফেলে জনতা । তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে । সেইসময় চাকদহ থানায় অভিযোগ দায়ের করতে যান যুব তৃণমূল নেতা সৌমিত্র ভট্টাচার্য্য । আর ঠিক তখনই হামলা হয় চাকদহ তৃণমূল যুব সভাপতির বাড়িতে ।

ছবি-সংগৃহিত

বাড়ির সামনে থাকা সিসিটিভি ক্যামেরায় ধড়া পড়ে হামলার সেই ভিডিও ।অভিযোগ উঠেছে বিশ্বনাথ দেবনাথ নামক একজনের উপর। ইনি চাকদহের টাউন তৃণমূলের সম্পাদক গৌতম চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত ।

এই হামলার পিছনে চাকদহের টাউন তৃণমূলের সম্পাদক গৌতম চক্রবর্তীর হাত রয়েছে বলে অভিযোগ ওঠে । তার বাড়ির সামনে পুলিশ গেলে শুরু হয় গৌতম অনুগামীদের বিক্ষোভ ।ঘটনায় আহত হয় দুই এস.আই । জিঙ্গাসাবাদের জন্য আটক করা হয়েছে নজনকে । অভিযোগ অস্বীকার করেছেন গৌতম চক্রবর্তী । তিনি জানিয়েছেন , -‘ কোথায় কি ঘটেছে সেটা তো আমার জানা কথা না । তখন তো অনেক রাত্রি ।হয়তো ঘটলেও ঘটতে পারে ।’

ছবি-সংগৃহিত

লোকাল সূত্রের খবর এলাকায় গৌতম ও সত্যজিতের অনেকদিনের লড়াই । যদিও এই ঘটনাকে গোষ্ঠী দ্বন্দ্ব বলতে নারাজ চাকদহ তৃণমূল বিধায়ক রত্না ঘোষ। তিনি জানিয়েছেন , ” যারা এই সব সমাজ বিরোধী কাজ করে তারা তৃণমূলের লোক হতে পারে না ।এবং আমরা তাদেরকে তৃণমূল কংগ্রেস হিসাবে দেখি না । এখানে সমাজ বিরোধী তান্ডব চালিয়েছে ।”

বিশ্বনাথ দেবনাথের খোজে চলছে পুলিশ ইতিমধ্যে তল্লাশী অভিযান শুরু করে দিয়েছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here