শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা ভাইরাসের সংক্রমণের জেরে শেষ পর্যন্ত সিবিএসই-আইসিএসই পরীক্ষার মত উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষাও বাতিল করতে বাধ্য হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। এবার বাতিল হওয়া পরীক্ষার নম্বর বিধি কী হবে, তা নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী জুলাই মাসেই হতে পারে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ।
ওই নির্দেশিকা অনুযায়ী, কোনও ছাত্র বা ছাত্রী যে লিখিত পরীক্ষাগুলি দিয়েছে তার মধ্যে সর্বোচ্চ নম্বরকেই বাতিল পরীক্ষার নম্বর হিসাবে ধরা হবে। যদি কোনও ছাত্র বা ছাত্রী তার দেওয়া লিখিত পরীক্ষাগুলির মধ্যে সর্বোচ্চ ৮০ পেয়ে থাকে, তাহলে বাতিল হওয়া বিষয়ের পরীক্ষাগুলিতেও তাকে ৮০ই দেওয়া হবে। এতে উলটে লাভ হবে ছাত্রছাত্রীদেরই। কারণ কোনও বাতিল পরীক্ষায় প্রস্তুতি কম থাকলেও এবার সে ভালো নম্বর পেয়ে যাবে।
আরও পড়ুনঃ বাতিল উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষা
আবার কোনও পরীক্ষার্থী মনে করতেই পারে যে, তার প্রস্তুতি অনুযায়ী বাতিল হওয়া তিনটি পরীক্ষায় হয়তো আরও বেশি নম্বর পেতে পারত। সেই সব ছাত্রছাত্রীদের জন্য বিকল্প পদ্ধতি ভেবে রেখেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেক্ষেত্রে সেই ছাত্র বা ছাত্রীকে তার স্কুলের কাছে আবেদন জানাতে হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই আবেদনকারীর আবারও পরীক্ষা নেওয়া হবে।
আরও পড়ুনঃ করোনার চিকিৎসার বর্জ্য ফেলা নিয়ে নয়া উদ্যোগ স্বাস্থ্য দফতরের
তবে এই পদ্ধতিতে সামান্য আপত্তি রয়েছে একদল অভিভাবকের। তাঁদের মতে, পরীক্ষার ফলাফল বেরনোর পরই হয়তো অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে প্রত্যেক ছাত্রছাত্রীকে এখন বাতিল পরীক্ষা মূল্যায়নের ভিত্তিতে কলেজে ভর্তি হতে হবে। তাই পরে লিখিত পরীক্ষা দিয়ে ভাল নম্বর পেলেও ভাল কলেজে ভর্তির সুযোগ মিলবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584