নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
চলতি বছর ইন্দো-জার্মান ফিল্ম উইকে কম্পিটিটিভ সেকশনে জায়গা করে নিল অর্জুন দত্ত’র বাংলা ছবি ‘গুলদাস্তা… গল্প একই মুহূর্ত অনেক’।
‘গুলদাস্তা’র আগে অর্জুন বড়পর্দার জন্য বানিয়েছেন ‘অব্যক্ত’। ‘গুলদাস্তা’… গল্প একই মুহূর্ত অনেক’ ছবিটি শ্রীরূপা, রেনু, এবং ডলি নামের তিন নারীকে কেন্দ্রে রেখে এগোয়।
তাদের ব্যক্তিগত সম্পর্ক, তাদের কষ্ট, যন্ত্রণা এবং পরকীয়ার কথা ঘুরে ফিরে আসে ছবিতে। তিন মুখ্য চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখার্জি, অর্পিতা চ্যাটার্জি, দেবযানী চ্যাটার্জি।
আরও পড়ুনঃ ‘অশুভনাশিনী’ রূপে শ্রাবন্তী এবং পায়েল
ছবির মুক্তি নিয়ে এখনও সঠিক কিছু জানা যায়নি। এই পরিস্থিতিতে একের পর এক ছবি হাজির হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। এই ছবিও সেই পথেই হাঁটবে কিনা বলা যাচ্ছে না এখনও।
আরও পড়ুনঃ মহুয়া ব্যানার্জির কণ্ঠে হাজির পুজোর গান ‘বঁধুয়া রে’
অঙ্কিত দাস এবং সুরেশ তলানির প্রযোজনায় রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট-এর নিবেদনে এই ছবিটিতে অন্যান্য সব চরিত্রে রয়েছেন ঈশান মজুমদার, অনুরাধা মুখার্জি, অনুভব কাঞ্জিলাল, অভিজিৎ গুহ সহ আরও অনেকে।
সঙ্গীত পরিচালনায় সৌম্য রিত। ডি ও পি- সুপ্রতীম ভোল। সম্পাদনায় সুজয় দত্ত রায়। বার্লিনের ব্যাবিলনে ‘রিয়েল’ ফিল্ম থিয়েটারে ‘ইন্দো-জার্মান ফিল্ম উইক ২০২০’-র অষ্টম বার্ষিক উৎসবটি চলবে ২৪-৩০ সেপ্টেম্বর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584