নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা রাজ্যে। পাটনা থেকে গুয়াহাটি যাওয়ার পথে লাইনচ্যুত হয় বিকানের এক্সপ্রেস। ময়নাগুড়ির দোমহনিতে ট্রেনটি হঠাৎ চালক আচমকা ব্রেক কষায় ট্রেনের দুই বগির মধ্যে সংঘর্ষ হয়। জানা গিয়েছে এর জেরে লাইনচ্যুত হয়ে যায় ৪-৫টি বগি। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে একটি বগির ওপর উঠে যায় আরেকটি বগি। দুমড়ে মুচড়ে যায় বগিগুলি। জানা গিয়েছে জলেও পড়ে যায় একটি বগি।
প্রাথমিক ভাবে অনুমান, ট্রেনটির ইঞ্জিনের পর থেকে ১২টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় ৪০ কিলোমিটার গতিবেগে ছিল বিকানের এক্সপ্রেস।
Guwahati-Bikaner Express derailed near Domohani (West Bengal), this evening. No report of any casualties. Details awaited. pic.twitter.com/7q02rbW7T1
— ANI (@ANI) January 13, 2022
বহু যাত্রী আটকে পড়েন দুমড়েমুচড়ে যাওয়া কামরাগুলিতে। গ্যাস কাটারের সাহায্যে কামরা কেটে যাত্রীদের উদ্ধার করার কাজ চলছে। বহু মানুষের মৃত্যুর আশংকা রয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584