কিবুকে হারিয়ে আইএসএল অভিযান শুরু হাবাসের

0
63

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

কাঙ্খিত ছিল জয়টা তার স্পেনিশ প্রতিদ্বন্দ্বি ও মোহনবাগানের প্রাক্তন কোচ কিবু ভিকুনাকে হারিয়ে ছয় বছর পরে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেলেন এটিকে কোচ এন্তেনিও হাবাস। জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করলো হাবাস ব্রিগেড।

ATK Mohunbagan ISL | newsfront.co

আইএসএলের প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ১-০ জিতল এটিকে মোহনবাগান। একইসঙ্গে পেল মূল্যবান তিন পয়েন্ট। প্রথমে অনেক গোল মিস করে সবুজ মেরুন ব্রিগেড মিস করে কেরালা ও তবে ম্যাচের ৬৭ মিনিটে গোল করেন ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণ।গোলের পর রয়ের সঙ্গে প্রবীরের নাচ ছিল নজর কাড়ার মত আর গোল পায়নি কিবুর দল।

আরও পড়ুনঃ আইসিসি’র আজব নিয়মে এক থেকে দুই নম্বরে টিম কোহলি

জিতে ডার্বির আগে আত্মবিশ্বাস পেল মোহনবাগান। শেষ হাসি হেসে হাবাস জানান, এটা ঠিক গত বছর আমরা ওদের বিরুদ্ধে জিততে পারিনি একটা খিদে তৈরি হয়েছিল ফুটবলারদের। আট মাস পর খেলতে নামা মোটেও সহজ নয়।”

আরও পড়ুনঃ নিউ নর্মাল আইএসএল-এ নয়া নিয়মকানুন

এদিকে কেরালা কোচ কিবু ভিকুনা জানান, ” আমরা অনেক সুযোগ মিস করেছি গোলের আশা করি পরের ম্যাচ থেকে ফুটবলাররা আর ভুল গুলো শুধরে নেবে।” একই সঙ্গে জয় পেলেও আজ রেকর্ড দলে নেওয়া সন্দেশ ঝিঙ্গালের ফর্ম চিন্তায় রাখছে হাবাসকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here