সাদিখানদেয়ার ও খয়রামারি গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান গঠন

0
170

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

কড়া পুলিশি পাহারার মধ্য দিয়ে মুর্শিদাবাদের জলঙ্গি ব্লক সাদিখানদেয়ার ও খয়রামারি গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান গঠন হল আজ। জলঙ্গি সাদিখানদেয়ার ও খয়রামারি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত নতুন প্রধান হলেন হাফিজা খাতুন ও হাসিনা বানু।

Hafija Khatun
হাফিজা খাতুন। নিজস্ব চিত্র
Hasina Banu
হাসিনা বানু। নিজস্ব চিত্র

পঞ্চায়েত প্রধানের দল বিরোধী কাজের জন্য তাদের অনাস্থার মাধ্যমে অপসারিত করা হয় তারপর থেকেই উপপ্রধানরা প্রধানের দায়িত্বে ছিল সাদিখানদেয়ার ও খয়রামারি পঞ্চায়েতে ।

Police force
নিজস্ব চিত্র

আজ সকল পঞ্চায়েত সদস্য মিলে সাদিখানদেয়ার পঞ্চায়েত প্রধান পদে হাফিজা খাতুনকে ও খয়রামারি পঞ্চায়েত প্রধান পদে হাসিনা বানুকে বসানো হল।

আরও পড়ুনঃ আবারও হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন সাগরপাড়া থানার ওসি

পূর্বের প্রধানকে যেমন দল বিরোধী কাজের জন্য অপসারিত করা হয়েছে। ঠিক তেমনি নতুন প্রধান পদের মূল লক্ষ্য এলাকার উন্নয়ন ও দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়া বলে জানিয়েছেন দুই নব নিযুক্ত পঞ্চায়েত প্রধান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here