নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
সোমবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পুরসভার ২০২১ অর্থবর্ষের বাজেট পেশ হল। এবারে পুরসভার মোট অনুমোদিত আয় ও ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮০ কোটি টাকা। যা গত বছরের তুলনায় কিছুটা কম।
হলদিয়া পুরসভার নতুন চেয়ারম্যান সুধাংশু মন্ডল বাজেট পেশ করেন। দুপুরের সমস্ত কাউন্সিলর কে নিয়ে হলদিয়া পুরসভার সভাকক্ষে বাজেট পেশ হয়। পাশাপাশি এই বিষয় নিয়ে দীর্ঘক্ষণ বৈঠকও হয়। বৈঠক শেষে বাজেট পেশ করেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় সোলার লাইটের উদ্বোধন
সাংবাদিকদের তিনি বলেন, এবারের বাজেটে পানীয় জলের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডে নল বাহিত পানীয় জল প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাছাড়া খারাপ রাস্তা মেরামত করার জন্য বাজেট ধরা হয়েছে। পুরবাসীর সুবিধার জন্য দুয়ারে সরকারের মতো দুয়ারে হলদিয়া পুরসভা পরিষেবা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584