রায়গঞ্জে হস্তশিল্প মেলার উদ্বোধন

0
232

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

Handicraft Fair at Raiganj
পসরা নিয়ে হস্ত শিল্পী। নিজস্ব চিত্র

কুটির শিল্পের আঁতুরঘর উত্তর দিনাজপুর জেলার হস্ত শিল্পীদের মনমাতানো হস্তশিল্প সামগ্রীকে সাক্ষী রেখেই জেলার রায়গঞ্জ স্টেডিয়ামে হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মঃ গোলাম রব্বানী।উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,পুলিশ সুপার সুমিত কুমার,জেলা পরিষদের অতিরিক্ত নির্বাহী আধিকারিক তথা অতিরিক্ত জেলা শাসক প্রদীপ বিশ্বাস,উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার সুনীল সরকার সহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিক গন।উদ্বোধনী বক্তব্যে রাজ্যের মন্ত্রী মঃ গোলাম রব্বানী বলেন উত্তর দিনাজপুর জেলার হস্তশিল্পীরা যে সমস্ত উন্নতমানের জিনিসপত্র তৈরী করেছে যা দেখলে মন জুড়িয়ে যায়।তাই হস্ত শিল্পীরা যে সমস্ত হস্ত শিল্পের সম্ভার এনেছে তা কিনবার জন্য সবার কাছে আবেদন রাখবো।উত্তর দিনাজপুর জেলার জেলা শাসকশাসক অরবিন্দ কুমার মিনা বলেন এই জেলার হস্ত শিল্পীরা উন্নতমানের দ্রব্য সামগ্রী বানিয়ে শুধু জেলাতেই নয় সারা ভারতবর্ষে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন।তার জন্য তিনি গর্বিত।জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার সুনীল সরকার জানান এবারের হস্ত শিল্প মেলায় কুনরের হাট পাড়ার বিখ্যাত টেরাকোটার গয়না,মালগাঁওয়ের বিখ্যাত উলেন কার্পেট, বালাসের ধোকরা,কোচবিহারের শীতলপাটি,কৃষ্ণবটির কাঠের মুখোশ,মহারাজ হাটের পাটজাত দ্রব্য সামগ্রী,দক্ষিণ দিনাজপুরের কাঠের মুখোশ,নদীয়া ও মুর্শিদাবাদের পিতল কাঁসার বাসনপত্র এনে হস্ত শিল্পীরা হস্তশিল্প মেলাকে সমৃদ্ধ করেছে।এবার মেলায় ৩৫ লক্ষ টাকা বিক্রয়ের লক্ষ মাত্রা ধার্য করা হয়েছে।জেনারেল ম্যানেজার সুনীল সরকার বলেন হস্ত শিল্প মেলায় উত্তর দিনাজপুর জেলা থেকে মোট ১৬৫ জন এবং বাইরের জেলা ৫১জন হস্ত শিল্পী এই মেলায় অংশগ্রহন করেছে বলে জানান।উত্তর দিনাজপুর জেলার জেলা শিল্প মেলা চলবে আগামী ৮ই অক্টোবর পর্যন্ত বলে জানা যায়।মেলায় প্রতিদিন মেলা দেখতে এসে নিজের পছন্দমত সৌখিন ঘর সাজাবার জিনিস প্রত্যেকেই কিনছে ফলে হস্ত শিল্পীদের বানানো জিনিস বিক্রি হবার ফলে তারাও খুশি।উত্তর দিনাজপুরের হস্ত শিল্প মেলাকে ঘিরে রায়গঞ্জের স্টেডিয়াম মাঠ যেন দুর্গাপূজার আগেই মিলন মেলায় রূপ পেয়েছে।

আরও পড়ুন: রাস্তার দুধারে ইমারতি দ্রব্য রাখায় নিষেধাজ্ঞা প্রশাসনের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here