প্রয়াত সাংবাদিক, গবেষক হপন মাঝি

0
25

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

জঙ্গলমহলের বিশিষ্ট সাংবাদিক ও লোকসংস্কৃতি গবেষক হপন মাঝি (৬৪) প্রয়াত হলেন। বেলপাহাড়ির মুড়ারি গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। হপনবাবুর প্রকৃত নাম মনোরঞ্জন মাহাতো। ছদ্মনামেই তিনি বেশি পরিচিত ছিলেন।

hapan majhi | newsfront.co
হপন মাঝি ৷ফাইল চিত্র

আশির দশকের শেষের দিকে তাঁর সাংবাদিকতার শুরু। প্রথম জীবনে মেদিনীপুর থেকে প্রকাশিত একাধিক দৈনিক সংবাদপত্রে কাজ করেছেন। পরে নব্বইয়ের দশকে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ওভারল্যান্ড পত্রিকায় ঝাড়গ্রাম ও মেদিনীপুর এলাকার সাংবাদিক হিসেবে কাজ করেছেন।

আরও পড়ুনঃ ঝাড়খণ্ডের গালুডি বাঁধ থেকে সুবর্ণরেখা নদীতে ছাড়া হচ্ছে জল, আশংকা বন্যার

পরে যোগ দেন সংবাদ প্রতিদিন-এ। ২০০২ সালের ডিসেম্বর পর্যন্ত সংবাদ প্রতিদিন-এর তৎকালীন ঝাড়গ্রাম মহকুমার সাংবাদিক ছিলেন হপনবাবু। প্রবাদ-প্রতিম এই ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here