নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার ডিস্ট্রিক ইণ্ডাস্ট্রিজ সেন্টারের উদ্যোগে ও একটি সেচ্ছাসেবী সংগঠন উত্তরণ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় টানা দশ দিন ব্যাপী চলা মৌমাছি পালন ও মধু চাষ নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠানটি রবিবার সমাপ্ত হলো। আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত এলাকা সান্তালবাড়ি বাজার এলাকার ফরেস্ট কমিউনিটি হলে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।
জানা গিয়েছে , এলাকার ২২জন ব্যক্তি এই ট্রেনিং সেন্টারে তাঁদের মৌমাছি থেকে মধু চাষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ করান। এছাড়াও তাঁদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে।
আরও পড়ুনঃ করোনা ঠেকাতে গঙ্গাসাগর তীর্থযাত্রীদের মাস্ক বিলি বিধায়কের
এই ট্রেনিং সেন্টারে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক ইণ্ডাস্ট্রিজ সেন্টারের জেনারেল ম্যানেজার বিভাস বোস আইডিও সঙ্গে লামা ও উত্তরণ ওয়েলফেয়ার সোসাইটির সচিব উৎপল দত্ত সহ বিশিষ্টজনেরা ।
তবে এই বিষয়ে উৎপল বাবু বলেন,”এলাকার ২২জন ব্যক্তি এই ট্রেনিং সেন্টারে অংশগ্রহণ করেন। এবং মৌমাছি থেকে মধু চাষে কি করে স্বনির্ভর হওয়া যায়। সেই বিষয়ের ওপর তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584