পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলা পুলিশকে না জানিয়েই জেলা তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সহ সভাপতির বাড়িতে বিহার পুলিশের হানা।
মহিলাদের মারধর সহ ওঠে বাড়িঘর ভাংচুরের অভিযোগ।গ্রামবাসিরা টের পেয়ে পুলিশকে ধাওয়া করলে পুলিশ গাড়ি ছেড়ে পালিয়ে যায়।বিহার পুলিশের এক অফিসারকে ধরে ফেলে গ্রামবাসিরা।
তাকে পাঞ্জিপাড়া পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।পাঞ্জিপাড়ার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে,উত্তর দিনাজপুর জেলা আই এন টি টি ইউ সি র জেলা সহ সভাপতি গোলাম মুস্তাফার বাড়িতে আজ সকাল ১০ টা নাগাদ বিহারের কিষানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী হানা দেয়।গোলাম মুস্তাফার পরিবারের লোকেরা তাদের গ্রেফতারির পরোয়ানা জারির কাগজ দেখতে চাইলে মহিলাদের মারধর করে বলে অভিযোগ।
মহিলারা পুলিশকে বাধা দিতে গেলে মুস্তাফার খোঁজে বিহার পুলিশ ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ।গোলাম মুস্তাফার বাড়ি গোয়ালপোখর থানা বালুচোখা গ্রামে।বাড়ির লোকের চিৎকার চেঁচামেচিতে গ্রামবাসিরা টেরপায়।গ্রামবাসিদের দেখে বিহার পুলিশ সেখান থেকে পালিয়ে যায়।
রঞ্জন শর্মা নামে এক পুলিশ অফিসারকে ধরে ফেললে মারধর করে তাকে পাঞ্জিপাড়া পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা।
আরও পড়ুনঃ উজ্জ্বলের গ্রেফতারে অঙ্গুলিহেলনের অভিযোগ
ধৃত বিহার পুলিশ জানিয়েছেন,গোলাম মুস্তাফার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করতে যাওয়া হয়েছিল।বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ ঠিক নয়।অন্যদিকে পাঞ্জিপাড়া পুলিশ জানিয়েছে,স্থানীয় পুলিশকে না জানিয়ে বিহার পুলিশ রেড করতে এসেছিল।গ্রামবাসিদের সঙ্গে পুলিশের মারামারি হয়েছে।পাঞ্জিপাড়া পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।এই ঘটনায় কোন অভিযোগ হয় নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584