ভারতের বাজার ছাড়ছে হার্লে ডেভিডসন, কর্মহীন হবে প্রায় ৭০ হাজার কর্মী

0
124

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

টানা ১১ বছর ভারতে কাজ করার পর, এদেশ ছেড়ে যাচ্ছে মার্কিন মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হার্লে ডেভিডসন। এই কারণে কোম্পানির রিস্ট্রাকচারিং কস্ট বা পুনর্গঠনের খরচ হবে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার। হার্লে ডেভিডসন সংস্থার এক মুখপাত্রের বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

Hardleye David son | newsfront.co
ফাইল চিত্র

হার্লে ডেভিডসন জানিয়েছে, এ বছরের ৬ অগাস্ট থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত গ্লোবাল ডিলার নেটওয়ার্ক, ভারতে সেল ও নির্মাণ বন্ধ করে দেওয়া সংক্রান্ত বিষয়ে কোম্পানি অতিরিক্ত রিস্ট্রাকচারিং অ্যাকশনে সম্মতি দিয়েছে।

২ মাস আগেই হার্লে ডেভিডসন জানায়, তারা আমেরিকার মত চালু বাজার ধরায় আরও জোর দিচ্ছে ও লাভজনক মোটরসাইকেল তৈরির পথে যেতে চাইছে। এ বছরের শুরুতে সংস্থা জানায় ,তারা তাদের প্রোডাক্ট পোর্টফলিও কমাতে চায় ও ছোট বাজার থেকে বেরিয়ে যেতে চায়।

আরও পড়ুনঃ জিএসটি ক্ষতিপূরণের অর্থ অন্যত্র খরচ করেছে কেন্দ্র- ক্যাগের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

যে ৭৫ মিলিয়ন ডলার রিস্ট্রাকচারিং কস্ট তাদের দিতে হবে বলে মনে করা হচ্ছে, তার ৮০ শতাংশ যাবে নগদ ব্যয়ে। প্রায় ৩ মিলিয়ন ডলার খরচ হবে ছাঁটাই সংক্রান্ত এককালীন ব্যয়ে, প্রায় ৫ মিলিয়ন ডলারের নন কারেন্ট অ্যাসেট অ্যাডজাস্টমেন্ট ও চুক্তি শেষ করা, এবং অন্যান্য খরচ সহ প্রায় ৬৭ মিলিয়ন ডলার ব্যয় করতে হবে তাদের।

আরও পড়ুনঃ রিপাবলিক ভারতের সম্পাদককে চড় কষালেন সহ সাংবাদিকই

হার্লে-ডেভিডসন জানিয়েছে, ২০২০-তে তাদের সর্বমোট রিস্ট্রাকচারিং ক্স্ট দাঁড়াবে প্রায় ১৬৯ মিলিয়ন ডলার, যা ভারতে ৭০ জনের মত কর্মী ছাঁটাইয়ের খরচ সহ । হার্লে ডেভিডসন জানিয়েছে, এ দেশে লাভের মুখ দেখছে না সংস্থা ,তাদের মোট বিক্রির ৫ শতাংশেরও কম এ দেশে বিক্রি হয়।

উপরন্তু করোনার জেরে সংস্থা মারাত্মক লোকসানের মুখোমুখি হয়েছে। আগামী ১২ মাসের মধ্যে এই পুনর্গঠন সংক্রান্ত যাবতীয় কাজ তারা সেরে ফেলতে চায়। আপাতত হার্লে ডেভিডসন জোর দিতে চায় উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাজারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here