সম্প্রীতির প্রসারিত মানবিকতায় বাউলের ক্ষেতে মিলনের নামাজ

0
321

মুক্তাদির আজাদ, মুর্শিদাবাদ:

গত ১৯শে জুলাই বুধবার বেলডাঙা আবারও একবার সাক্ষী থাকলো এক সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে। পশ্চিমবঙ্গের প্রখ্যাত বাউল শিল্পী সৌমেন বিশ্বাস যিনি মুর্শিদাবাদের বেলডাঙা বাঁশচতর গ্রামেরই বাসিন্দা, তিনি ঐ দিনে মকরামপুর বাসী মুসলিম ভাইদের অনুরোধে  নিজের তিন কাঠা ( প্রায়) জমি ঈদ গাহের স্বার্থে সবিনয়ে ন্যায্য মূল্যের দাবি না করেই দেওয়ার অঙ্গীকারবদ্ধ হন।

বড়ুয়া কলোনীর দূর্গা পূজায় সৌমেন বাউল।

পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে যখন কিছু জায়গায় দাঙ্গার বাতাবরণ কিছুটা না হলেও যেন ধিক ধিক করে জ্বলছে সেখানে এই বাংলার মুসলিম গরিষ্ঠ জেলাখানিতে সম্প্রীতির জোয়ারে ঠিক সেভাবে দাঙ্গা চাড়া দিয়ে উঠতে পারেনি এবং পারবে না ততদিন পর্যন্ত যতদিন এই ধরনের সৌহার্দতা পরষ্পরের প্রতি অটুট থাকবে।তাই আজও এখানে মুসলিম দের অসুবিধেয় হিন্দুদের হাত যেমন এগিয়ে আসে তেমনি সেই হিন্দুদের জন্য মোনাজাতের দোওয়ায় মুসলিম ভাইদের হাত উঠতে ভুল হয় না কখনও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here